Question:তোমার একজন বন্ধু জাপানে থাকে। তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও। কোন কোন উপায়ে তুমি তার সাথ তথ্য বিনিময় করতে পার? এর জন্য তোমার কী কী প্রযুক্তির দরকার হবে? লেখ। 

Answer জাপানে থাকা বন্ধুর সাথে আমি যে উপায়ে তথ্য বিনিময় করতে পারি তা হলো- ১. টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি। ২. চিঠি আদান-প্রদান করে তথ্য বিনিময় করতে পারি। ৩. ক্যামেরার মাধ্যমে ছবি বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। ৪. ক্ষুদে বার্তা (এস.এম.এস) ই-মেইল সামাজিক যোগাযোগের মাধ্যমে, যেমন- ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও তথ্য আদান প্রদান করতে পারি। তথ্য বিনিময়ের জন্য আমার যেসকল প্রযুক্তি দরকার তা হলো: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইন্টারনেট প্রযুক্তি, মোবাইল প্রযুক্তি, কম্পিউটার প্রযুক্তি, ক্যামেরা প্রযুক্তি ইত্যাদি। 

+ Report
Total Preview: 1666
tomar akjon bondhu japane thake. tumi tar shathe totho binimoy karote chao. kon kon upaye tumi tar shatho totho binimoy karote par? ar janno tomar ki ki projuktir dorokar hobe? lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd