Question:কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তার পঁচাটি উদাহরণ দাও। 

Answer কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তার পঁচাটি উদাহরণ হলো- ১. টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষর সাথে কথা বলতে পারি। ২. তথ্য আদান-প্রদানের জন্য আমরা চিঠি লিখতে পারি। ৩. ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। ৪. মোবাইলের খুদে বার্তা (এস.এম.এস), কম্পিউটারে ই-মেইলের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যায়। ৫. বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন-ফেসবুক বা টুইটার ব্যবহার করেও তথ্য বিনিময় করা হয়। 

+ Report
Total Preview: 1226
kivabe projuktir shahajje totho binimoy kara jay tar paঁchati udahoron dao.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd