Question:কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা কর। 

Answer বৈশাখ মাসে সুর্য বাংলাদেশ ও তার দক্ষিণে খাড়াভাবে কিরণ দেয়। ফলে দুপুরে এ অঞ্চলের বায়ু হালকা হয়। এই হালকা বায়ু উপরে উঠে যায়। এভাবে বিকেলের দিকে এ অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। এসময় দেশের উত্তরে ও হিমালয়ের বায়ুর চাপ বেশি থাকে। উত্তরের উচ্চচাপের বায়ু দক্ষিণের নিম্নচাপের বায়ুর দিকে ধাবিত হয়ে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। 

+ Report
Total Preview: 2463
kalboishakhi ঝড়েr karon baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd