Question:কেন নবায়নযোগ্য সম্পদ অবনায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিৎ? 

Answer আমরা জানি, নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায়। অর্থাৎ এ সম্পদ অফুরন্ত । অন্যদিকে অনবায়নযোগ্য সম্পদ সীমিত যা একবার নিঃশেষ হয়ে গেয়ে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়। যেমন- তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা। অনবায়নযোগ্য সম্পদ যা সীমিত আকারে থাকে। যদি আমরা এ সকল অনবায়নযোগ্য সম্পদের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য সম্পদ যেমন- সূর্যের আলো, বায়ুপ্রবাহ, নদীর স্রোতকে আমাদের প্রয়োজনে ব্যবহার করি তাহলে অনবায়নযোগ্য সম্পদ সহজে ফুরিয়ে যাবে না। এছাড়াও অনবায়নযোগ্য সম্পদ ব্যবহারের ফলে পরিবেশ ব্যপক ভাবে দূষিত হয়। এ কারণে নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিৎ। 

+ Report
Total Preview: 2138
ken nbayonjoggo shomopadobonayonjoggo shomopader bikkalpo hishebe babohar kara uchit?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd