প্রাকৃতিক সম্পদ
  1. Question:মানবসৃষ্ট সম্পদের ৫টি উদাহরণ দাও। 

    Answer
    মানবসৃষ্ট সম্পদের ৫টি উদাহরণ হলো-
    ১. কাগজ, ২. প্লাস্টিক, ৩. কাচ, ৪. বিদ্যুৎ, ৫. ঘরবাড়ি ইত্যাদি।

    1. Report
  2. Question:অনবায়নযোগ্য সম্পদের ৩টি বিকল্প সম্পদের উদাহরণ দাও। 

    Answer
    অনবায়নযোগ্য সম্পদ একবার ব্যবহার করলে তা আর ফিরে পাওয়া যায় না। তাই এর বিকল্প ৩টি উদাহরণ হলো- ১. সূর্যের আলো, ২. বায়ুপ্রবাহ, ৩. পানির স্রোত।

    1. Report
  3. Question:আমরা কীভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি? 

    Answer
    আমরা  শক্তির ব্যবহার কমিয়ে, বস্তুর পুনঃব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি।

    1. Report
  4. Question:মানবসৃষ্ট সম্পদ কী? 

    Answer
    মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যে সম্পদ তৈরি করে তাকে মানবসৃষ্ট সম্পদ বলে।

    1. Report
  5. Question:মানবসৃষ্ট সম্পদ কোথা থেকে আসে? 

    Answer
    মানব সৃষ্ট সম্পদ প্রাকৃতিক হতে আসে। যেমন- গাছপালা ব্যবহার করে মানুষ কাগজ সৃষ্টি করে। এই কাগজ একটি মানবসৃষ্ট সম্পদ।

    1. Report
  6. Question:কেন নবায়নযোগ্য সম্পদ অবনায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিৎ? 

    Answer
    আমরা জানি, নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায়। অর্থাৎ এ সম্পদ অফুরন্ত । অন্যদিকে অনবায়নযোগ্য সম্পদ সীমিত যা একবার নিঃশেষ হয়ে গেয়ে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়। যেমন- তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা। অনবায়নযোগ্য সম্পদ যা সীমিত আকারে থাকে। যদি আমরা এ সকল অনবায়নযোগ্য সম্পদের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য সম্পদ যেমন- সূর্যের আলো, বায়ুপ্রবাহ, নদীর স্রোতকে আমাদের প্রয়োজনে ব্যবহার করি তাহলে অনবায়নযোগ্য সম্পদ সহজে ফুরিয়ে যাবে না। এছাড়াও অনবায়নযোগ্য সম্পদ ব্যবহারের ফলে পরিবেশ ব্যপক ভাবে দূষিত হয়। এ কারণে নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিৎ।

    1. Report
  7. Question:প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন? 

    Answer
    আমরা শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। অর্থাৎ মানবসৃষ্ট সকল সম্পদের উৎস হলো প্রকৃতি। জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। যদি যথাযথভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করা না হয় তবে অদূর ভ।বিষ্যতে প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে আসবে। এর অভাবে আমাদের প্রয়োজনীয় অনেক কিছুই আমরা তৈরি করতে পারব না। ফলে আমাদের পৃথিবী আর বসবাস উপযোগী থাকবে না। তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার করা প্রয়োজন।

    1. Report
  8. Question:প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য কোথায়? 

    Answer
    প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য হলো-
    মিল :
    ১. প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ উভয়ই প্রকৃতি থেকে আসে। 
    ২. উভয় সম্পদই প্রধনত মানুষের প্রয়োজনে ব্যবহার হয়।
    ৩. উভয় সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমারা পরিবেশ দূষণ কমাতে পারি।
    
    অমিল :
    ১. প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিকভাবে সৃষ্ট, অন্যদিকে মানবসৃষ্ট সম্পদ কৃত্রিমভাবে সৃষ্ট।
    ২. প্রাকৃতিক সম্পদ মানবসৃষ্ট সম্পদের উপর নির্ভর করে না।
    ৩. প্রাকৃতিক সম্পদ ইচ্ছেমতো সৃষ্টি করা যায় না, অন্যদিকে মানবসৃষ্ট সম্পদ ইচ্ছেমতো সৃষ্টি করা যায়।

    1. Report
  9. Question:একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ প্রয়োজন হবে? 

    Answer
    একটি সুন্দর বাড়ি তৈরি করতে আমার যেসব প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের প্রয়োজন হয় তা নিচে দেওয়া হলো-
    প্রাকৃতিক সম্পদ :
    ১. গাছ
    ২. পানি
    ৩. মাটি
    ৪. বালি
    ৫. পাথর, চুনাপাথর
    ৬. জীবাশ্ম জ্বালানি
    মানবসৃষ্ট সম্পদ :
    ১. কাঠ
    ২. ইট
    ৩. সিমেন্ট
    ৪. রড
    ৫. বিদ্যুৎ
    ৬. কাচ

    1. Report
  10. Question:নবায়ন যোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে? 

    Answer
    যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায় তাদের নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd