Question:প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন? 

Answer আমরা শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। অর্থাৎ মানবসৃষ্ট সকল সম্পদের উৎস হলো প্রকৃতি। জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। যদি যথাযথভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করা না হয় তবে অদূর ভ।বিষ্যতে প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে আসবে। এর অভাবে আমাদের প্রয়োজনীয় অনেক কিছুই আমরা তৈরি করতে পারব না। ফলে আমাদের পৃথিবী আর বসবাস উপযোগী থাকবে না। তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার করা প্রয়োজন। 

+ Report
Total Preview: 5132
prakritik shomopader jothajotho babohar ken proyojon?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd