Question:প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য কোথায়? 

Answer প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য হলো- মিল : ১. প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ উভয়ই প্রকৃতি থেকে আসে। ২. উভয় সম্পদই প্রধনত মানুষের প্রয়োজনে ব্যবহার হয়। ৩. উভয় সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমারা পরিবেশ দূষণ কমাতে পারি। অমিল : ১. প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিকভাবে সৃষ্ট, অন্যদিকে মানবসৃষ্ট সম্পদ কৃত্রিমভাবে সৃষ্ট। ২. প্রাকৃতিক সম্পদ মানবসৃষ্ট সম্পদের উপর নির্ভর করে না। ৩. প্রাকৃতিক সম্পদ ইচ্ছেমতো সৃষ্টি করা যায় না, অন্যদিকে মানবসৃষ্ট সম্পদ ইচ্ছেমতো সৃষ্টি করা যায়। 

+ Report
Total Preview: 4220
prakritik shomopado manboshisht shomopader modhe mil o parothokjkothayo?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd