Question:তুমি একটি ছোট পরিবারে বাস কর, হঠাৎ কিছু বহিরাগত সদস্য তোমার পরিবারে এলো । এতে যে সমস্যা সৃষ্টি হতে পারে তার পাঁচটি বাক্য লেখ । 

Answer জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্য নিম্নরুপ - ১. জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির ঘাটতি দেখা দিবে । ২. পরিবারের সদস্যরা সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হবে । ৩. জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার ফলে জীবাণু দ্রুত ছড়াবে । ৪. পরিবারের চিকিৎসা ও শিক্ষার সুযোগ কমে যাবে । ৫. প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যেতে পারে । 

+ Report
Total Preview: 731
tumi akti chot paribare basho karo, hothat kichu bohiragt shodoshojteamar paribare alo . ate je shomoshojoa shishti hote pare tar paঁchti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd