Question:সিহাবের পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার যার দৈঘ্য ১০ মিটার। তার পড়ার টেবিলের দৈঘ্য ১ মিটার এবং প্রস্থ ৫০ সে.মি । সিহাবের মা সমআকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন । ক. বিদুৎ প্রবাহের একক কী ? খ. প্রতিটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজন হয় কেন ? গ. সিহাবের পড়ার ঘরের প্রস্থ কত ? ঘ. টেবিল ২টি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাকা থাকবে-গাণিতিকভাবে নির্ণয় কর । 

Answer ক. বিদুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার । খ. দৈনন্দিন জীবনে আমার জানা অজানা নানাবিধ ঘটনাতে অনেক সময়ই আন্দাজ করে পরিমাপ করে থাকি । কিন্তু অনেক কিছুই আছে যা আন্দাজ করে পরিমাপ করা যায় না ।ফলশুতিতে কাঙ্কিত ফলাফল পাওয়া যায় না । তাই সঠিক মান নির্ণযে প্রতিটি কাজে সঠিক পরিমাপ খুবই প্রযোজন । গ. কোনো একটি বইয়ের দৈঘ্য ৫ মি এবং এবং ক্ষেত্রফল ২০ মি. হলে প্রস্থ কত হবে তা আলোচনা কর । ঘ. একটি টেবিলের ক্ষেত্রফল ১৫ বর্গ মি. এবং টেবিলের উপর বইয়ের দৈঘ্য ৩ মি. প্রস্থ ২ মি. হলে টেবিলে আর কতটুকু ফাকা জায়গা থাকবে আলোচনা কর । 

+ Report
Total Preview: 1415
shihaber paড়ar ghrer kkhetrophol ৪০ borogmitar jar doighj১০ mitaro. tar paড়ar tebiler doighj১ mitar abong proshotho ৫০ she.mi . shihaber ma shomoakritir arekti tebil shei ghre rakhlen . k. bidut probaher akok ki ? kh. protiti kaje shothik parimaper proyojon hoy ken ? g. shihaber paড়ar ghrer proshotho koto ? gh. tebil ২ti rakhar par ghre kototuku jayoga faka thakbe-ganitikvabe nirony kar .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd