Question:সিহাবের পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার যার দৈঘ্য ১০ মিটার। তার পড়ার টেবিলের দৈঘ্য ১ মিটার এবং প্রস্থ ৫০ সে.মি ।
সিহাবের মা সমআকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন ।
ক. বিদুৎ প্রবাহের একক কী ?
খ. প্রতিটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজন হয় কেন ?
গ. সিহাবের পড়ার ঘরের প্রস্থ কত ?
ঘ. টেবিল ২টি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাকা থাকবে-গাণিতিকভাবে নির্ণয় কর ।
Answer ক. বিদুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার ।
খ. দৈনন্দিন জীবনে আমার জানা অজানা নানাবিধ ঘটনাতে অনেক সময়ই আন্দাজ করে পরিমাপ করে থাকি ।
কিন্তু অনেক কিছুই আছে যা আন্দাজ করে পরিমাপ করা যায় না ।ফলশুতিতে কাঙ্কিত ফলাফল পাওয়া যায় না ।
তাই সঠিক মান নির্ণযে প্রতিটি কাজে সঠিক পরিমাপ খুবই প্রযোজন ।
গ. কোনো একটি বইয়ের দৈঘ্য ৫ মি এবং এবং ক্ষেত্রফল ২০ মি. হলে প্রস্থ কত হবে তা আলোচনা কর ।
ঘ. একটি টেবিলের ক্ষেত্রফল ১৫ বর্গ মি. এবং টেবিলের উপর বইয়ের দৈঘ্য ৩ মি. প্রস্থ ২ মি. হলে টেবিলে আর
কতটুকু ফাকা জায়গা থাকবে আলোচনা কর ।