Question:একবার বর্ষা মেীসুমে অন্তু গ্রামের বাড়িতে বেড়াতে গেল। বাড়ির আঙ্গিনায়
ঘোরার সময় সে সাদা ছাতার মতো কিছু বস্তু দেখতে পায়। কাছে গিয়ে লক্ষ
করল এগুলোর দেহে সুতার জালের মতো মূল আছে।
ক. আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগতকে মোট কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে ?
খ. ফানজাই কিংডমের ২টি বৈশিষ্টসমৃহ লিখ।
গ. অন্তুর দেখা বস্তুটির চিহিৃত চিত্র অঙ্কন কর।
ঘ. অন্তুর দেখা বস্তুটি খাদ্য হিসেবে কতটুকু গুরুত্ব বহন করে তোমার মতামত দাও।
Answer ক. ৫টি।
খ. ফানজাই কিংডমের বৈশিষ্ট-
i. এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে;
ii. দেহে ক্লোরোফিল নেই তাই এরা পরভোজী।
গ. অন্তুর দেখা সাদা ছাতার মতো বস্তুটি ছিল এগারিকাস নামক ছাত্রাক।
নিচে এ চিহিৃত চিত্র অঙ্কন করা হলো-
ঘ. অন্তুর দেখা বস্তুটি খাদ্য হিসেবে কতটুকু গুরুত্বপৃর্ণ এ সর্ম্পকে আমার মতামত
নিচে উপস্থাপন করা হলো-
তবে দেখা বস্তুটি ছিল এগারিকাস। এটা খাদ্য হিসেবে খাওয়া যায়। কারণ এর
মূল দেহ বা ফ্রুডবডি উপাদেয় খাদ্য হিসেবে উন্নত হোটেলগুলোতে পরিবেশিত হয়
এবং বিদেশে বহল প্রচলিত। এর বিভিন্ন প্রজাতি দেশে বিদেশে প্রচুর চাষ হয় এবং
মাশরুম বিসেবে বাজারে বিক্রি করা হয়। মাশরুমে বিভিন্ন ধরণের উন্নত খাদ্য উপাদান
যেমন-প্রচুর পরিমাণ প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ও খনিজ লবণ আছে।
ডায়াবেটিস পেটের অসুখ ক্যান্সার প্রতিরোধেও এটি সহায়ক। মাশরুম মাঠেঘাটে বাড়ির
আঙ্গিনায় এমনিতেই জন্মে থাকে। এটি চাষ করা সহজ। তাই এটি আমাদের খাদ্য চাহিদা
মিটাতে গুরুত্বপৃর্ণ ভূূমিকা রাখতে পারে। তবে মাঠেঘাটে বিষাক্ত মাশরুমও থাকতে পারে।
তাই নিশ্চিত না হয়ে মাশরুম খাওয়া উচিত না। সুতরাং দেখা যাচ্ছে যে, খাদ্য হিসেবে অন্তুর
দেখা বস্তুটি অত্যন্ত গুরুত্বপৃর্ণ।