Question:২. প্রাপ্তি ও প্রমি ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। তারা গ্রামে ঘুরতে বেড়িয়ে উদ্ভিদ ও কান্ডের বিভিন্ন ধরণের বিন্যাস বিশেষভাবে লক্ষ করে। এদের মধ্যে কোনোটির শাখা- প্রশাখার বিন্যাস মঠ আকৃতির আবার কোনটির গম্বুজ আকৃতির । এই কান্ডগুলোর আকৃতি ও কাজ সম্পর্কে জানতে তারা কেীতুহলি হয়ে উঠল। ক. মূল কাকে বলে? খ. আম গাছের পাতার ধরণ ব্যাখ্যা কর। গ. প্রাপ্তি ও প্রমির পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কান্ডের কাজ বর্ণনা কর। ঘ. তুমি কীভাবে প্রাপ্তির ও প্রমির পর্যবেক্ষণকৃত কান্ডের শাখা-প্রশাখার বিন্যাসকে আলাদা করবে? ব্যাখ্যা কর। 

Answer ক. উদ্ভিদের যে অংশ পর্ব, পর্বমধ্য ও অগ্রমূকুলবিহীন তাকে মূল বলে। খ. আম গাছের পাতার ধরণ হলো সরল। এ কারণে আমের পাতাকে সরল পাতা বা সরলপত্র বলা হয়। আম পাতার ফলকটি অখন্ডিত। এ পাতার মধ্যশিরাকে প্রধান শিরা বলে। যা থেকে শিরা উপশিরা বের হয়ে আসে। আমপাতার কিনারা অখন্ডিত বা অসম্পৃন্নভাবে খন্ডিত থাকে। গ. প্রাপ্তি ও প্রমি মঠ আকৃতির ও গম্বুজ আকৃতির উদ্ভিদ কান্ড পর্যবেক্ষণ করেছিল । নিচে এদের কাজ বর্ণনা করা হলো- মঠ আকৃতির কান্ডের কাজ: i. এধরণের কান্ড উদ্ভিদকে মাটির উপর দৃঢ়ভাবে দাড়িয়ে থাকতে সাহায্য করে। ii. এটি পাতা ও শাখা-প্রশাখাকে উপরের ‍দিকে তুলে ধরতে সাহায্য করে। iii. এধরণের কান্ড শাখা-প্রশাখা পাতা,ফুল, ও ফলের ভার বহন করে। গম্বুজ আকৃতির কান্ডের কাজ: i. এধরণের কান্ডের শাখা-প্রশাখাকে চারিদিকে প্রসারিত করতে সাহায্য করে। ii. এধরণের কান্ড প্রকৃতিতে বেশি ছায়া ও অক্সিজেন প্রদান করে। iii. এটি শাখা-প্রশাখা পাতা ফুলও ফলের ভার বহন করে। ঘ. প্রাপ্তি ও প্রমি মঠ আকৃতির ও গম্বুজ আকৃতির কান্ড পর্যবেক্ষণ করেছিল। এদের শাখা বিন্যাসের ভিন্নতাকে নিম্নলিখিত ভাবে আলাদা করা যায়- i. মঠ আকৃতির কান্ডের নিচের শাখাগুলো বড় কিন্তু গম্বুজ আকৃতির কান্ডের নিচের শাখাগুলো বেশ ছোট। ii. মঠ আকৃতির কান্ডের শাখা-প্রশাখাগুলো উপরের দিকে বৃদ্ধি পায় কিন্তু গম্বুজ আকৃতির কান্ডের শাখা-প্রশাখাগুলো পার্শ্বে প্রসারিত হয়। iii. মঠ আকৃতির কান্ডের উপরের শাখা-প্রশাখাগুলো ছোট, কিন্তু গম্বুজ আকৃতির কান্ডের উপরের শাখা-প্রশাখাগুলো বেশ বড়। iv. মঠ আকৃতির কান্ডে শীর্ষ পর্যন্ত প্রধান কান্ডটি শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে যায় এবং উপরের দিকে গিয়ে প্রধান কান্ডটিকে আর শনাক্ত করা যায় না। 

+ Report
Total Preview: 2096
২. prapati o promi chutite gramer baড়িte beড়ate jayo. tara grame ghurote beড়িye udovedo kandoেr bivenno dhroner binnasho bisheshvabe lkh kare. ader modhe konotir shakha- proshakhar binnasho moth akritir abar kontir galmুjo akritir . ai kandogulor akriti o kajo shomoparoke jante tara keীtuholi hoye uthl. ka. mul kake bole? kh. amo gacher patar dhron baakha karo. ga. prapati o promir parojobekhnkrit udovedkandoেr kajo boronna karo. gh. tumi kivabe prapatir o promir parojobekhnkrit kandoেr shakha-proshakhar binnashoke alada karobe? baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd