Question:৩.ক. কোন উদ্ভিদকে আর্দশ উদ্ভিদ বলা হয়? খ. পাতার প্রধান দুটি কাজ লেখ। গ. ‘ক’ অংশটির চিত্র একে এর বিভিন্ন অংশ চিহিৃত কর। ঘ. ‘ক’ অংশটির সাথে ধান গাছের মূলের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর। 

Answer ক. আবৃতবীজি সুপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয়। খ. পাতার প্রধান দুটি কাজ হলো: i. সালোকসংশ্লেষণ প্রকিয়ায় খাদ্য প্রস্তুত করা এবং ii. গ্যাসের আদান প্রদান করা। ঘ. চিত্র ‘ক’ চিহিৃত অংশটি হলো প্রধান মূল। ভ্রুণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির মধ্যে প্রবেশ করে শাখা-প্রশাখা বিস্তার করে। এসব মূলকে স্থানিক মূল বলে। আর স্থানিক মূলেই প্রধান মূল থাকে। সুতরাং ‘ক’ অংশটি স্থানিক মূলের। অন্যদিকে ধান গাছের মূল হলো অস্থানিক গুচ্ছমূল। সাদৃশ: উভয় প্রকার মূল উদ্ভিদকে মাটির সাথে আটকে রাখতে সাহায্য করে এবং মাটি থেকে প্রয়োজনীয় পানি ও খনিজ লবন শোষন করে। বৈসাদৃশ্য: চিত্র ‘ক’ এর স্থানিক মূলটি ভ্রণমূল থেকে উৎপন্ন হয়ে সরাসরি মাটিতে প্রবশ করেছে। অন্যদিকে ধান গাছের মূল ভ্রণমূল থেকে উৎপন্ন না হয়ে কান্ড থেকে উৎপন্ন হয়েছে। 

+ Report
Total Preview: 1426
৩.k. kon udovedoke arodosho udovedbola hoyo? kh. patar prodhan duti kajo lekh. ga. ‘k’ ongshotir chitro ake ar bivenno ongsho chihiৃt karo. gh. ‘k’ ongshotir shathe dhan gacher muler shadrishojo boishadrishojalochna karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd