Question:৫. রহিম, করিম ও সাদেক ৬ষ্ট শ্রেণীর ছাত্র। বিজ্ঞান ক্লাসে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট অধ্যায়টি
পড়ার পর তারা স্কুলের পিছনে কিছু উদ্ভিদ ও পাতা সংগ্রহ করল। রহিম একটি ধানগাছ
করিম একটি সরিষা গাছ এবং সাদেক একটি গাছের পাতা সংগ্রহ করে। টিফিন প্রিয়ড্রে
তারা এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগল।
ক. পাতা কাকে বলে?
খ. যেীগিক পত্রের ২টি বৈশিষ্ট উল্লেখ কর।
গ. রহিম ও করিমের সংগ্রহ করা উদ্ভিদ দুটির মূলে কী অমিল রয়েছে-ব্যাখ্যা কর।
ঘ. সাদেকের সংগৃহিত অংশটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেসণ কর।
Answer ক. কান্ড বা তার শাখা-প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গাণুকে
পাতা বলে।
খ. যেীগিক পত্রের ২টি বৈশিষ্ট উল্লেখ করা হলো-
i. যেীগিক পত্রে একাধিক অণুফলক থাকে।
ii. যেীগিক পত্রের অনুফলকগুলো র্যাকিস এর উপর সাজানো থাকে।
গ. রহিম সংগ্রহ করেছিল একটি ধান গাছ। এর মূল হলো গুচ্ছমূল। আবার করিম সংগ্রহ
করেছিল একটি সরিষা গাছ। এর মূল হলো স্থানিক মূল। ধানগাছের মূলে কোনো প্রধান
মূল থাকে না কিন্তু সরিষা গাছের মূলে প্রধান মূল থাকে। ধানের গুচ্ছমূল তুলনামূলকভাবে
দুর্বল প্রকৃতির কিন্তু সরিষার স্থানিক মূল অনেকাংশেই সরল প্রকৃতির।
ঘ. সাদেক সংগ্রহ করেছিল একটি উদ্ভিদের পাতা। পাতার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম যেমন-
i. লাউশাক, পুইশাক, পালং পাটশাক, কলমি শাক ইত্যাদি ছাড়াও আরো অনেক শাক রয়েছে।
যা আমরা উদ্ভিদ থেকে পাই এবং প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহন করি।
ii. কলা তাল আনারস গাছের পাতা থেকে আঁশ পাওয়া যায়। এই আঁশ দিয়ে বিভিন্ন ধরণের
সেীখিন দ্রব্য তৈরি করা হয়।
iii. তালপাতা দিয়ে পাখা তৈরি করা হয়। গরমের দিনে তালপাতার পাখা প্রাই সকলেরই পছন্দ।
iv. বাসক নিশিন্দা কুচি, থানকনি, গাদা ইত্যাদি গাছের পাতা থেকে মূল্যবান ঔষুধ পাওয়া যায়।
v. এছাড়া চা গাছের কচি পাতা থেকে বানিজ্যিকভাবে চা প্রস্তুত করা হয় চা প্রস্তুুত করা হয়। চা
রপ্তানি করে প্রচুর বৈদেশিক মৃদ্রা অর্জন করা সম্ভব।
vi. তেজ পাতা মসলা হিসেবে ব্যবহার করা হয় এবং বাজারে তা বিক্রি হয়।
উপরিউক্ত আলোচনার শেষে এ কথাই বলা হয় যে, দৈননিন্দ জীবনে পাতার অর্থনৈতিক গুরুত্ব
অনেক বেশি।