Question:৯. সিরাজ সাহেব ধোকড়াকূল উচ্চ বিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক। তিনি স্কুলের বাগান থেকে ঝালযুক্ত মসলাজাতীয় একটি উদ্ভিদ এনে এর বিভিন্ন অংশ শিক্ষার্থীদের দেখাণেন এবং বললেন উদ্ভিদটি সর্বেোন্নত উদ্ভিদ। ক. সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? খ. বিটপ কী ? ব্যাখ্যা কর। গ. উদ্দীপকের উদ্ভিদটির চিত্র একে এর বিটপের অংশগুলো চিহিৃত কর। ঘ. উদ্দীপকের উদ্ভিদটি একটি সর্ব্বোন্নত উদ্ভিদ-মতামত দাও। 

Answer ক. যেসব উদ্ভিদের ফুল ফল বীজ হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। খ. উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। মাটির উপরে উদ্ভিদের কান্ড পাতা ফুল ও ফল এবং বীজ থাকে। সুতরাং কান্ড পাতা ফুল ও ফলকে একত্রে বিটপ বলা হয়। 

+ Report
Total Preview: 902
৯. shirajo shahebo dhokড়akূl uchch biddalyer udovedobigganer shikhk. tini shokulero bagan theke zaljukto mosholajatiy akti udovedane ar bivenno ongsho shikharothider dekhanen abong bollen udovedoti shorobeোnnot udovedo. ka. shopushpak udovedkake bole? kh. bitp ki ? baakha karo. ga. udodipaker udovedotir chitro ake ar bitper ongshogulo chihiৃt karo. gh. udodipaker udovedoti akti shorobobonnot udovedo-motamot dao.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd