Question:১০. বিজ্ঞান শিক্ষক ৬ষ্ঠ শ্রেণিতে কার্বন ডাই-অক্সাইড ও পানি দিয়ে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে শর্করা ও পানি তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করেন। শিক্ষক আরো বলেন যে, জীবাশ্ম জ্বালানি আমাদের অনেক উপকার করে থাকে। ক. উদ্ভিদের পাতার কোন অংশ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশ নেয়? খ. সালোকসংশ্লেষণ নির্গমন পরীক্ষায় দেয়াশলাই কাঠি ব্যবহার করা হয় কেন? গ. বিজ্ঞান শিক্ষকের বর্ণনা করা প্রক্রিয়াটির গুরুত্ব লিখ। ঘ. উদ্দিপকের উল্লেখিত জ্বালানি রক্ষায় আমাদের কী কী করতে হবে?- বিশ্লেষন কর। 

Answer ক. উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়। খ. যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাকে সালোকসংশ্লেষন বলে। সালোকসংশ্লেষনি নির্গমন পরীক্ষায় দেয়াশলাইয়ের কাঠি ব্যবহার করা হয় অক্সিজেন গ্যাসের উপস্থিতি পরীক্ষার জন্যে। 

+ Report
Total Preview: 1105
১০. biggan shikhk ৬shth sranite karobon dai-okoxaiড o pani diye shoূrjaloker upashothitite klorofeler shahajje shorokra o pani toirir prokriyati boronna karen. shikhk area bolen je, jibashomo jalani amader onek upakar kare thake. ka. udoveder patar kon ongsho shalokshongsholeshn prokriyay ongsho neyo? kh. shalokshongsholeshn nirogmon parikhay deyasholai kathi babohar kara hoy ken? ga. biggan shikhker boronna kara prokriyatir gurutto likh. gh. udodipaker ullakhit jalani rokhay amader ki ki karote hobe?- bisholeshn karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd