1. Question: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়?

    A
    শর্করা

    B
    আমিষ

    C
    স্নেহ

    D
    ভিটামিন

    Note: - সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করে- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। - সালোকসংশ্লেষণে অংশ নেয়- সবুজ প্লাস্টিড। - সালোকসংশ্লেষণে উৎপন্ন হয়- অক্সিজেন, গ্লুকোজ ও পানি।
    1. Report
  2. Question: সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো-

    A
    পানি

    B
    আলো

    C
    অক্সিজেন

    Note: - সালোকসংশ্লেষণের প্রধান স্থান- পাতা। - সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে পারে- একমাত্র সবুজ উদ্ভিদ। - কার্বন ডাই-অক্সাইড শোষিত হয় ও অক্সিজেন উৎপন্ন হয়- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়।
    1. Report
  3. Question: সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?

    A
    প্রস্বেদন

    B
    অভিস্রবণ

    C
    সালোকসংশ্লেষণ

    D
    ব্যাপন

    Note: Not available
    1. Report
  4. Question: কাজ করার জন্য প্রয়োজন হয় কোনটির?

    A
    ক্ষমতা

    B
    শক্তি

    C
    বল

    D
    সামর্থ্য

    Note: Not available
    1. Report
  5. Question: জীব কাজ করার শক্তি পায় কোন মাধ্যমের সাহায্যে?

    A
    শ্বসন

    B
    খাদ্যগ্রহণ

    C
    পরিপাক

    D
    বিপাক

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোনটি পৃথিবীর সমগ্র শক্তির মূল উৎস?

    A
    চন্দ্র

    B
    বায়ু

    C
    নক্ষত্র

    D
    সূর্য

    Note: Not available
    1. Report
  7. Question: পাতার কোষগুলোতে কোনটি বেশি থাকে?

    A
    গলজি বস্তু

    B
    রাইবোসোম

    C
    মাইটোকন্ড্রিয়া

    D
    ক্লোরোপ্লাস্ট

    Note: Not available
    1. Report
  8. Question: সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কোন উদ্ভিদে ঘটে?

    A
    সবুজ

    B
    বর্ণহীন

    C
    হলুদ

    D
    লাল

    Note: Not available
    1. Report
  9. Question: উদ্ভিদের পাতার কোন রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়?

    A
    হলুদ

    B
    কমলা

    C
    সবুজ

    D
    লাল

    Note: Not available
    1. Report
  10. Question: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের প্লাস্টিডে প্রবেশ করে কোণগুলো?

    A
    সৌরশক্তি, পানি ও কার্বন ডাই-অক্সাইড

    B
    পানি, সৌরশক্তি ও অক্সিজেন

    C
    কার্বন ডাই-অক্সাইড, গ্লুকোজ ও পানি

    D
    অক্সিজেন, পানি ও গ্লুকোজ

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd