1. Question:১. সালোকসংশ্লেষণ ক. সালোকসংশ্লেষণ কাকে বলে? খ. সালোকসংশ্লেষণ প্রধাণত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন? গ. P বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা কর। ঘ. চিত্রে প্রদর্শিত অবস্থায় Q বেলজারের গাছটি বেঁচে থাকবে কী? উত্তরের পক্ষে যুক্তি দাও। 

    Answer
    ক. যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সর্যের আলো ও ক্লোরোফিলের 
    
       উপস্থিতিতে পানি ও কার্বন ড্রাই-অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে 
    
       শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে।
    
     খ. সালোকসংশ্লেষণ উদ্ভিদের পাতায় সংঘটিত হওয়ার কারণ-
    
        i. পাতা চ্যাপ্টা প্রসারিত হওয়ায় অধিক সৃর্যালোক পায়।
    
        ii. পাতা চ্যাপ্টা ও প্রসারিত হওয়ায় অল্প সময়ে অধিক পরিমানে
    
            কার্বন ড্রাই-অক্সাইড গ্যাস শোষিত হয়।
    
        iii. পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি।
    
        iv.  পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় 
    
            আদান প্রদান সহজে ঘটে।
    
        এভাবে পাতায় র্সযালোক কার্বন ড্রাই-অক্সাইড ক্লোরোপ্লাস্ট এবং গ্যাসীয় আদান 
    
        প্রদানের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে থাকায় সালোসংশ্লেষণ মূল উদ্ভিদের পাতায় সংঘটিত
    
        হয়।
    
     গ. p বেলজারটি স্বচ্ছ কাচের হওয়ায় সহজেই এর ভেতর আলো প্রবেশ করতে পারে। টবের 
    
         মাটিতে রয়েছে পানি এবং বেলজারের ভেতরে রয়েছে কার্বন ড্রাই-অক্সাইড। সুতরাং 
    
         সবুজ উদ্ভিদটি বেলজারের ভেতর আলো ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ও কার্বন 
    
         ড্রাই-অক্সাইড রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরির পাশাপাশি
    
         অক্সিজেন নির্গত করতে পারে। এই অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে 
    
         সাহা্য্য হরে। তাই বলা হয় যে, সালোকসংশ্লেষণ মাধ্যমে তৈরি অক্সিজেনের কারণেই
    
         বেলজারের মোমবাতিটি জ্বলে রয়েছে।
     
    
     ঘ. না; চিত্রে প্রদর্শিত অবস্থায় Q বেলজারের গাছটি বেচে থাকবে না। 
    
        যুক্তি: আমরা জানি, সালোকসংশ্লেষণ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সালোকসংশ্লেষণের সময় 
    
        বায়ুমন্ডলের কার্বন ড্রাই-অক্সাইড প্রত্ররন্ধের  ভেতর দিয়ে পাতায় প্রবেশ করার পর সৃর্যালোকের 
    
         উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই-অক্সাইডের বিক্রিয়া ঘটে ও 
    
         শর্করা উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে। Q চিহিৃত চিত্রে 
    
         বেলজারের ভেতরে উদ্ভিদটি আটকে থাকায় পরিবেশের সাথে খাদ্য  তৈরির জন্য প্রয়োজনীয় 
    
         উপাদান কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করতে পারবে না। কিন্তু উদ্ভিদে তৈরির জন্য কার্বন 
    
         ডাই-অক্সাইড অপরিহার্য । তাই কার্বন ডাই-অক্সাইডের অভাবে খাদ্য তৈর প্রক্রিয়া ব্যাহত হবে।
    
         এভাবে খাদ্যের অভাবে উদ্ভিদের শক্তি উৎপন্ন না হলে কিছুদিনেই Q 
    
         চিহিৃত বেলজারের উদ্ভিদটি নেতিয়ে পড়বে এবং এক সময় মারা যাবে।

    1. Report
  2. Question:৩. সালোকসংশ্লেষণ ক. সালোকসংশ্লেষণে কোন গ্যাস উৎপন্ন হয়? খ. প্রক্রিয়াটিকে সমীকরণের মাধ্যমে উখ্লে কর। গ. উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ঘ. প্রক্রিয়াটির সঙ্গে জীবের অস্তিত্ব সম্পর্কিত-বিশ্লেষণ কর। 

    Answer
    ক. সালোকসংশ্লেষণে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
    
     খ. প্রক্রিয়াটিকে সমীকরণের মাধ্যমে উল্লেখ করা হলো-
    
        কার্বন ডাই-অক্সাইড + পানি আলো/ক্লোরোফিল গ্লুকোজ + অক্সিজেন + পানি।
    
     গ. উ্দ্দীপকে সংঘটিত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ুমন্ডল থেকে পানি শোষণ 
    
         করে পাতায় নিয়ে যায়। এরপর সৃর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সাহায্যে
    
         পানি ও কার্বন ডাই-অক্সাইডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি 
    
         করে এবং একই সাথে বায়ুমন্ডল অক্সিজেন ত্যাগ করে।
    
      ঘ. উল্লিখিত প্রক্রিয়াটি হলো উদ্ভিদের সালোকসংশ্লেষণ। সালোকসংশ্লেষণের মাধ্যমে সবুজ 
    
         উদ্ভিদ খাদ্য তৈরি করে। এ খাদ্য নিজের প্রয়োজন মিটিয়ে জীবজগতের অন্যদের জন্য
    
         নিজের দেহে সঞ্ঝয় করে রাখে। জীবজগতের সকল জীবের শারীরবৃত্তীয় কাজের জন্য যে
    
         শক্তির প্রয়োজন হয় তা সালোকসংশ্লেষণে তৈরি খাদ্য থেকেই জীব পেয়ে থাকে। এছাড়া
    
         প্রাণীজগতের কোনো প্রাণীই অক্সিজেন ছাড়া বাচতে পারে না। আর সে আক্সজেন 
    
         সালোকসংশ্লেষণের ফলেই তৈরি হয়।
    
         সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, সালোকসংশ্লেষণ না ঘটলে প্রকৃতিতে 
    
         জীবের কোনো অস্তিত্ব থাকত না। সুতরাং সালোকসংশ্লেষণ তথা প্রক্রিয়াটির সঙ্গে জীবের
    
         অস্তিত্ব সম্পর্কিত কথাটি তাৎপর্যপৃর্ণ।

    1. Report
  3. Question:কার্বন ডাই-অক্সাইড R + আলো/ক্লোরোপ্লাস্ট S + পানি + অক্সিজেন। ক. পৃথিবীতে সকল শক্তির উৎস কী? খ. রাতে সালোকসংশ্লেষণ হয় না কেন্? গ. উদ্দীপকের উল্লিখিত বিক্রিয়ায় কীভাবে S যেীগটি তৈরি হয়? ব্যাখ্যা কর। ঘ. জীবজগতের উল্লিখিতবিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর। 

    Answer
    ক. পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সৃর্য।
    
     খ. সালোকসংশ্লেষণের প্রধান উপকরণগুলো হলো: i. কার্বন ডাই-অক্সাইড
    
        ii. পানি iii. আলো iv. ক্লোরোফিল।
    
        এই চারটি উপকরণের কোনো একটির অনুপস্থিতিতে উদ্ভিদদেহে সালোকসংশ্লেষণ
    
        ঘটে না। রাতের বেলা কার্বন ডাই-অক্সাইড, পানি ও ক্লোরোফিল উপস্থিত থাকলেও
    
        আলো থাকে না। আর আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ সম্ভব নয়। তাই রাতের
    
        বেলায় সালোকসংশ্লে হয় না।
    
       গ. উদ্দীপকের বিক্রিয়াটিতে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়েছে এবং 
    
          বিক্রিয়াটি আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে ঘটেছে সেহেতু এটি সালোকসংশ্লেষণ
    
          বিক্রিয়া। এ বিক্রিয়ায় হলো R পানি এবং S হলো গ্লুকোজ। বিক্রিয়াটি সবুজ উদ্ভিদদেহে 
    
         ঘটে থাকে। সালোকসংশ্লেষণের এ বিক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ুমন্ডল থেকে পত্ররন্ধের
    
         কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং পাতায় পেীছে দেয়। আলো ক্লোরোফিলের উপস্থিতে
    
         এই কার্বন ডাই-অক্সাইড ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং শর্করা জাতীয় খাদ্য
    
         গ্লুকোজ S তৈরি হয় +
    
      ঘ. উদ্দীপকের বিক্রিয়াটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি নির্দেশ করে। জীবজগতে সালোকসংশ্লেষণ 
    
         প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। নিচে এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হল-
    
         খাদ্য উৎপাদন: জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোকসংশ্লেষণের 
    
         মা্যেমে উৎপন্ন হয়। প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্ঝলের মূলে রয়েছে খাদ্য। 
    
         কারণ খাদ্যের সাথে শ্বসণের নিবিড় সম্পর্ক। শ্বসণের ফলে শক্তি নির্গত হয়। তাই 
    
         সালোকসংশ্লেষণ উভয়ের জীবনটাই সংকটাপন্ন।
    
         পরিবেশে গ্যাস বিনিময়: সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কার্বন ডাই-অক্সাইড শোষিত হয় এবং 
    
         অক্সিজেন উৎপন্ন হয়। ফলে এ প্রক্রিয়ায় প্রাণীকূলের জন্য ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইড 
    
         শোষিত হয় এবং শোষেণের জন্য অত্যাবশকীয় অক্সিজেন বায়ুমন্ডল সরবরাহ করে পরিবেশকে
    
         দূষণমুক্ত করে। উপরিউক্ত আলোচনা থেকে এ কথা বলা যায় যে, জীবনের অস্তিত্ব সম্পৃর্ণ নির্ভর 
    
         করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর। তাই উক্ত বিক্রিয়ার গুরুত্ব অপরিসীম।

    1. Report
  4. Question:৪. কার্বন ডাই-অক্সাইড + X সৃর্যালোক/ক্লোরোফিল Y + অক্সিজেন ক. শ্বসনের ফলে কী নির্গত হয়? খ. সালোকসংশ্লেষণ কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে? গ. উল্লিখিত বিক্রিয়ায় অক্সিজেন তৈরির সত্যতা যাচাই কর। (চিত্র আবশ্যক) ঘ. উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়টি সম্পৃর্ণ কর এবং এই বিক্রিয়ায়র গুরুত্ব বিশ্লেষণ কর। 

    Answer
    ক. শ্বসণের ফলে শক্তি নির্গত হয়।
    
     খ. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন 
    
        উৎপন্ন হয়। পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পৃথিবী 
    
        বসবাসের সম্পৃর্ণ  অযোগ্য হয়ে পড়ত। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন 
    
        ডাইঅক্সাইড শোষিত হয় বলে পরিবেশে এর পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এভাবে
    
        পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়।
    
     গ. উল্লিখিত বিক্রিয়ায় অর্থাৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয়। এর 
    
         এর সত্যতা যাচাই এর জন্য নিচে একটি পরীক্ষা উল্লেখ করা হলো:
    
         পরীক্ষার উপকরণ: একটি বিকার, একটা ফানেল, একটা টেস্টটিউব, পানি
    
          সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা ও একটা দিয়াশলাই।
    
          কার্য পদ্ধতি: বিকারটি দুই-তৃতীয়াংশ পানি দিয়ে পৃর্ণ করি। সতেজ হাইড্রিলা
    
          উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দিই যাতে 
    
          হাইড্রিল উদ্ভিদগুলোর কান্ড ফানেলের নলের উপরের ‍দিকে থাকে।
            বিক্রিয়া এরপর বিকারে আরও পানি ঢালি যাতে ফানেলের নলটা সম্পৃর্ণভাবে পানিতে ডুবে 
    
          থাকে। এবার টেস্টটিউবটি পানি দিয়ে পৃর্ণ করে ফানেলের নলের উপর এমনভাবে 
    
          উল্টিয়ে দেই যাতে টেস্টটিউবের পানি বের না হয়ে যায়। এরপর এ সবকিছুকে 
    
           সৃর্যালোকে রাখি।
    
           পর্যবেক্ষণ: কিছুক্ষন পর দেখাতে পাব হাইড্রিল উদ্ভিদগুলোর কান্ডের প্রাপ্ত দিয়ে 
    
           বুদবুদ আকারে গ্যাস বের হয়ে টেস্টটিউবে জমা হচ্ছে এবং টেস্টটিউব পানি নিচে 
    
           নেমে যাচ্ছে। টেস্টটিউবটা প্রায় সম্পৃর্ণটা গ্যাসে পৃর্ণ হলে দিয়াশলাইয়ের একটা সদ্য 
    
           নেভানো কাঠিটি দপ করে জ্বলে উঠবে। অর্থাৎ টেস্টটিউবের গ্যাস অক্সিজেন। কারণ
    
          অক্সিজেন নিজে জ্বলেনা কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে।
    
     ঘ. উদ্দীপকে উল্লিখিত সম্পৃর্ণ বিক্রিয়াটি নিচে সম্পৃর্ণ করে দেখানো হলো-
    
        কার্বন ডাইঅক্সাইড + পানি সৃর্যালোক/ক্লোরোফিল গ্লুকোজ + অক্সিজেন
    
        এখানে X = পানি এবং Y = গ্লুকোজ
    
        উক্ত বিক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
    
        খাদ্য উৎপাদন: জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোকসংশ্লেষণের 
    
        মাধম্যে উৎপন্ন হয়। প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্ঝললের মূলে আছে খাদ্য।
    
        কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সর্ম্পক। শ্বসনের ফলে শক্তি নির্গত হয়। তাই 
    
        সালোকসংশ্লেষণ ছাড়া উভয়ের জীবনই সংকটাপন্ন।
    
        পরিবেশে গ্যাস বিনিময়: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং
    
        অক্সিজেন উৎপন্ন হয়। ফলে এ প্রক্রিয়ায় প্রাণীকূলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড 
    
        শোষিত হয় এবং শোষণের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমন্ডল সরবরাহ করে 
    
        পরিবেশকে দূষণমুক্ত করে।
    
        উপরিউক্ত আলোচনা থেকে এ কথা বলা যায় যে, জবিনের অস্তিত্ব সম্পৃর্ণ নির্ভর করে 
    
        সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর। তাই উক্ত প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম।

    1. Report
  5. Question:৫. জীব বেচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে এবং এই খাদ্য তৈরি হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। উক্ত প্রকিয়াটি সংগৃহিত হয় উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড অঙ্গে। এই প্লাস্টিডের ভেতর এক বিশেষ ধরণের সেীরশক্তির সাহায্যে খাদ্য তৈরি হয়। ক. জীবনের কর্মচাঞ্ঝলের মূলে আছে কী? খ. পাতাকে সালোকসংশ্লেষণর প্রধান স্থানরুপে গণ্য করার ২টি কারণ লেখ। গ. সবুজ অঙ্গাণুটির গুরুত্ব ব্যাখ্যা কর। ঘ. সবুজ অঙ্গাণুটি উল্লিখিত বিশেষ শক্তি ছাড়া কোনো খাদ্য তৈরি করতে পারে না- বিশ্লেষণ কর। 

    Answer
    ক. জীবনের কর্মচাঞ্ঝলের মূলে খাদ্য।
    
     খ. পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরুপে গণ্য করার ২টি কারণ হলো-
    
        i. পাতার কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি।
    
        ii. পাতায় অসংখ্য পত্ররন্ধ থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদান
    
           সহজে ঘটে।
    
     গ. উদ্দিপক উল্লিখিত সবুজ অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্টিড সবুজ
    
         রঙ্গের ক্লোরোফিল অধিক পরিমাণে ধারণ করে। উদ্ভিদ এই ক্লোরোফিলের সাহায্যে
    
         সৃর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই-অক্সাইড ও পানি বিক্রিয়া করে পাতায় শর্করা 
    
         জাতীয় খাদ্য তৈরি করে। এই খাদ্য উদ্ভিদ নিজে গ্রহণ করে বেচে থাকে এবং জীব 
    
         জগতের জন্য দেহে সঞ্চয় করে রাখে। এই ক্লোরোফিল যদি থাকত তাহলে 
    
         সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হতো না। ফলে জীবজগত খাদ্যের প্রভাবে ধ্বংস
    
         হয়ে যেত। তাই বলা যায় উদ্দীপকের সবুজ অঙ্গাণুটি গুরুত্ব অপরিসীম।
    
     ঘ. উদ্দীপকের সবুজ অঙ্গাণুটিতে উল্লিখিত বিশেষ শক্তিটি হলো সেীরশক্তি। এই সেীরশক্তি
    
        আসে সৃর্য থেকে। উদ্ভিদের সবুজ প্লাস্টিড সেীরশক্তি ছাড়া যে খাদ্য উৎপাদন করতে 
    
        পারে না তা নিচে বিশ্লেষণ করা হলো-
    
        উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়ায় বায়ুমন্ডল কার্বন
    
        ডাই-অক্সাইড পত্ররন্ধের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে। এরপর সৃর্যালোকের উপস্থিতিতে

    1. Report
  6. Question:৫. শুক্রবার বিকালে আবির বন্ধুদের সাথে খেলতে গিয়ে মাঠে একটি ইট পড়ে থাকতে দেখে তা সরিয়ে দিল। আবির লক্ষ করল ইটের নিচের ঘাসগুলো ফ্যাকাসে হয়ে গেছে। কিন্তু তার চারপাশের ঘাস স্বাভাবিক সতেজ। বাসায় এসে বাবাকে কারণ জিজ্ঞাসা করলে তিনি ব্যাপারটা বুঝিয়ে দিলেন এবং বললেন সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি বায়ুকে দুষণমুক্ত রাখে। ক. কোন রঙ্গের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়? খ. মূলে সালোকসংশ্লেষণ হয় না কেন? গ. আবিরের বাবা কিভাবে ব্যাপারটি বুঝিয়ে দিলেন? ব্যাখ্যা কর। ঘ. আবিরের বাবার সর্বশেষ উক্তিটি কি যথাযথ? যুক্তি দিয়ে বিশ্লেষণ কর। 

    Answer
    ক. সবুজ রঙ্গের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়।
    
     খ. উদ্ভিদে মূলে সালোকসংশ্লেষণকারী রঞ্জক ক্লোরোফিল এবং সৃর্যালোক না থাকায়
    
        সালোকসংশ্লেষণ হয় না। উল্লেখ্য অর্কিডের বায়বীয় মূলে এবং গুলঞ্জের আত্তীকরণ 
    
        মূলে ক্লোরোফিল থাকায় সালোকসংশ্লেষণ হয়।
    
     গ. আবিরের বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বর্ণণা করে মাঠের সবুজ ঘাস কিভাবে 
    
         ফ্যাকাসে হয়ে গেল তা বুঝিয়ে দিলেন। সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক 
    
         প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদ সৃর্যালোকের উপস্থিতে বায়ুমন্ডল কার্বন ডাই
    
         অক্সাইড ও মাটিস্থ পানির সাহায্যে শর্করা খাদ্য তৈরি করে। সবুজ প্লাস্টিড এ
    
         ক্ষেত্রে উল্লেখযোগ্য ভৃমিকা পালন করে। কিন্তু দীর্ঘ সময় সৃর্যালোকের 
    
         অনুপস্থিতিতে সবুজ প্লাস্টিড বা ক্লোরোফিল লিউক্লোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিডে 
    
         পরিণত হয়। এই কারণে দীর্ঘদিন ইটের নিচে চাপা পড়ে থাকায় ঘাসগুলো
    
         সৃর্যালোকের খাদ্য তৈরি করতে পারেনি। ফলে বর্ণহীন হয়ে যায়। কিন্তু সৃর্যালোকে
    
         তার পাশের ঘাস স্বাভাবিক সতেজ রয়েছে যেহেতু তারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
    
         খাদ্য তৈরি করতে পেরেছে। 
    
     ঘ. আবিরের বাবার সর্বশেষ উক্তি সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি বায়ুকে দুষণমুক্ত রাখে
    
        যথার্থ।
    
        সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদের 
    
        ক্লোরোফিল সৃর্যালোকের উপস্থিতিতে বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড ও মূল্যরোম
    
        দ্বারা শোষিত পানির সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এ প্রক্রিয়ায় 
    
        অক্সিজেন নির্গত হয়। শ্বসন প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য ভেঙ্গে শক্তি উৎপন্ন হয়
    
        এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয়।
    
        উদ্ভিদ ও প্রাণীর বেচে থাকরা জন্য অত্যাবশকীয় উপাদান হচ্ছে অক্সিজেন।
    
        উদ্ভিদ ও প্রাণী শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তা যদি উদ্ভিদ 
    
        সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার না করত তবে বায়ুমন্ডল দূষিত হয়ে যেত
    
        এবং পৃথিবী আমাদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ত।
    
        উপরিউক্ত আলোচনা থেকে বুঝা যাচ্ছে, উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন
    
       ডাই অক্সাইড ব্যবহার করে বায়ুমন্ডলকে দুষণমুক্ত করে আমাদের বসবাসের 
    
       উপযোগী করে তুলেছে। তাই আবিরের বাবার উক্তিটি যথার্থ।

    1. Report
  7. Question:৭. পানি ঢালার প্রক্রিয়া ক. সালোকসংশ্লেষণ কয়টি পর্যায়ে সম্পৃন্ন হয়। খ. পাতায় বেশি পত্ররন্ধ থাকলে কোন ধরনের সুবিধা হয়। গ. উপরের ক চিত্রে পানি ঢালায় প্রক্রিয়াটি বর্ণনা কর। ঘ. A চিহিৃত উদ্ভিদগুলো থেকে নির্গত বুদবুদ জীবজগতে কী অবদান রয়েছে আলোচনা কর। 

    Answer
    ক. সালোকসংশ্লেষণ দুটি পর্যায়ে সম্পৃন্ন হয়।
    
     খ. পাতায় বেশি পত্ররন্ধ থাকলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্যাসীয় আদান প্রদান সহজে 
    
        হয়। এর ফলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়। আর সালোকসংশ্লেষণ প্রক্রিয়া 
    
        ত্বরান্বিত হলে বায়ুমন্ডলের দুষিত কার্বন ডাই অক্সাইড শোষণ বেশি হয়। ফলে পরিবেশে 
    
        দূষণমুক্ত হয়।
    
     গ. ক চিত্রটি হলো সালোকসংশ্লেষণ অক্সিজেন নির্গমন পরীক্ষা। সালোকসংশ্লেষণে অক্সিজেন 
    
         নির্গমন পরীক্ষায় পানি ঢালা হয় বিকারে ও টেস্টটিউবে। বিকারের দুই-তৃতীয়াংশ পানি পৃর্ণ
    
         করা হয়। সতেজ হাইড্রিলা উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে ফানেল দিয়ে এমনভাবে
    
         ঢেকে দেওয়া হয় যেন হাইড্রিলা উদ্ভিদগুলোর কান্ড ফানেলের নলের উপরের দিকে থাকে।
    
         এরপর বিকারে আরো পানি ঢালা হয় যেন ফানেলের নলটা সম্পৃন্নভাবে পানিতে ডুবে থাকে।
    
         এবার টেস্টটিউবটা পানি দিয়ে পৃর্ণ করে বৃন্ধাঙ্গুল ‍দিয়ে বন্ধ করে ফানেলের নলের উপর 
    
         এমনভাবে উল্টিয়ে দেই যাতে টেস্টটিউবের পানি বের না হয়ে যায়।
    
     ঘ. পরিক্ষাটিতে ব্যবহৃত চিহিৃত উদ্ভিদটি হলো শৈবাল্। শৈবাল থেকে যে বুদবুদ বের হয় তা প্রকৃত 
    
        পক্ষে অক্সিজেন। কারণ সৃর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটেছিল এবং
    
        শৈবাল দেহ থেকে বুদবুদ আকারে অক্সিজেন নির্গত হয়েছিল। নিচে জীবজগতের কল্যাণে নির্গত
    
        অক্সিজেনের অবদান সম্পর্কে আলোচনা করা হলো-
    
        সালোকসংশ্লেষণ সময় উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন 
    
        ত্যাগ করে। ফলে পরিবেশে প্রাণীকূলের বেচে থাকার জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেন গ্যাসের 
    
        অভাব ঘটে না। অতএব জীবজগতে প্রাণীকূলকে বাচিয়ে রাখছে অক্সিজেন গ্যাস। আবার 
    
       অন্যদিকে প্রাণীজগতের সকল প্রাণী অক্সিজেন গ্রহন করে এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে।
    
       ফলে পরিবেশে অক্সিজেনের ঘাটতি এবং কার্বন ডাই-অক্সাইড আধিক্য ঘটার কথা। কিন্তু প্রকৃত 
    
       অর্থে তা ঘটছে না। কারণ সালোকসংশ্লেষণ সময় পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড গৃহীত 
    
       হচ্ছে এবং অক্সিজেন নির্গত হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে, জীবজগতের কল্যোণে পরিবেশের
    
      ভারসাম্য রক্ষায় নির্গত অক্সিজেন বিশেষ অবদান রেখে চলেছে।

    1. Report
  8. Question:৮. গ্রামের দরিদ্র কৃষক ‍সিরাজ মিয়া গরমের সময় কাজের ফাকে বিশ্রাম নেওয়ার জন্য তার জমির পাশের বটগাছের নিচের বিশ্রাম নেন। ক. সালোকসংশ্লেষণ কী? খ. কচি কান্ডের সালোকসংশ্লেষণ ঘটে ব্যাখ্যা কর। গ. সিরাজ মিয়ার গাছের নিচে বিশ্রাম নেওয়ার কারণ ব্যাখ্যা কর। ঘ. উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার উপর নির্ভর করে সমগ্র জীবজগত টিকে আছে - উক্তিটি ব্যাখ্যা কর। 

    Answer
    ক. যে প্রক্রিয়ায় সৃর্যের আলোয় সবুজ উদ্ভিদ তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে 
    
        তাকে সালোকসংশ্লেষণ বলে।
    
     খ. সালোকসংশ্লেষণ ঘটে প্রধাণত উদ্ভিদের সবুচ অঙ্গ। উদ্ভিদের যে অঙ্গে ক্লোরোপ্লাস্ট 
    
        থাকে সে অঙ্গ সবুজ হয়, তাই অন্যভাবে বলা যায়, উদ্ভিদের কচি কান্ডে ও 
    
        ক্লোরোপ্লাস্ট এর উপস্থিতির জন্যই সালোকসংশ্লেষণ ঘটে।
    
     গ. সিরাজ মিয়ার গাছের নিচে বিশ্রাম নেওয়ার কারণ নিচে ব্যাখ্যা করা হলো-
    
         সিরাজ মিয়া গরমে কাজ করতে গিয়ে শ্রান্ত ও কান্ত । গরমে মানুষের শরীর থেকে 
    
         ঘামের লবণ ও পানি বেরিয়ে যায়া। এই সময় দেহে প্রচুর শক্তি খরচ হয়। অপরদিকে 
    
         গাছের ছায়া শরীরকে সৃর্যের তাপের ক্ষতিকর ভায়োলেট (UV) রশ্নি থেকে বাচায়। গাচের নির্মল
    
         বাতাসে O2 থাকে যা মানুষের জীবনের জন্য অত্যাবশক। সিরাজ ‍মিয়া গাছের নিচে বসলে O2
    
         গ্রহণ করতে পারবে যার ফলে তার শ্বাস-প্রশ্বাস সহজ হয়। গরমে কাজের ফলে শ্বসন হার 
    
         বাড়ার কারণে তার দেহে যে O2 এর প্রয়োজন বেড়ে যায় সেটি পূরণ হতে গাছ সাহায্য করবে।
    
         এসব কারণে সিরাজ মিয়া গাছের নিচে বিশ্রাম নিল।

    1. Report
  9. Question:9. জনাব আসাদ স্যার ৬ষ্ঠ শেণিতে প্রথমত ফানেল, বিকার, হাইড্রিলা উদ্ভিদ, পানি নিয়ে সমস্ত উপকরন সাজিয়ে সূর্যালোকে কিছুক্ষণ রাখার পর বুদবুদ আকারে গ্যাস বের হওয়া দেখালেন। দ্বিতীয়ত, শ্রেণীতে নিচের সমীকরণটি লিখে ব্যাখ্যা করেন। কার্বন ডাই-অক্সাইড + পানি আলো/সূর্যালোক গ্লুকোজ + অক্সিজেন। ক. স্থলজ উদ্ভিদ মাটি থেকে কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? খ. সালোকসংশ্লেষণের আলোক ও অন্ধকার পর্যায়ের মধ্যে পার্থক্য লেখ। গ. আসাদ স্যারের প্রথম পরীক্ষাটি চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত কর। ঘ. প্রথম এবং দ্বিতীয় বার বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং কেন? বিশ্লেষণ কর। 

    Answer
    ক.  স্থলজ উদ্ভিদ মাটি থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষন করে।
    
    খ.  সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক পর্যায় ও অন্ধকার পর্যায়ের মধ্যে 
        
         পার্থক্য নিচে দেওয়া হলো -
        
       আলোক পর্যায়                     অন্ধকার পর্যায়
       ------------                   ---------------
      i. প্রধান কাঁচামাল পানি।           i. কাঁচামাল হিসেবে কার্বন 
                                       
                                             ডাইঅক্সাইড ব্যবহৃত হয়।
    
      ii. অক্সিজেন উৎপন্ন হয়।          ii. গ্লুকোজ উৎপন্ন হয়।

    1. Report
  10. Question:১০. বিজ্ঞান শিক্ষক ৬ষ্ঠ শ্রেণিতে কার্বন ডাই-অক্সাইড ও পানি দিয়ে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে শর্করা ও পানি তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করেন। শিক্ষক আরো বলেন যে, জীবাশ্ম জ্বালানি আমাদের অনেক উপকার করে থাকে। ক. উদ্ভিদের পাতার কোন অংশ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশ নেয়? খ. সালোকসংশ্লেষণ নির্গমন পরীক্ষায় দেয়াশলাই কাঠি ব্যবহার করা হয় কেন? গ. বিজ্ঞান শিক্ষকের বর্ণনা করা প্রক্রিয়াটির গুরুত্ব লিখ। ঘ. উদ্দিপকের উল্লেখিত জ্বালানি রক্ষায় আমাদের কী কী করতে হবে?- বিশ্লেষন কর। 

    Answer
    ক.   উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়।
    
      খ.   যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা নিজের খাদ্য নিজেরা
    
            তৈরি করে তাকে সালোকসংশ্লেষন বলে। সালোকসংশ্লেষনি নির্গমন 
    
            পরীক্ষায় দেয়াশলাইয়ের কাঠি ব্যবহার করা হয় অক্সিজেন গ্যাসের উপস্থিতি 
    
            পরীক্ষার জন্যে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd