Question:৪. ফরহাদ বেশ কিছুদিন ধরে কারও কথায় কোনো সাড়া দিচ্ছে না। চিন্তিত মা বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখেন তার শ্রবণ ইন্দ্রিয়ে পানি জমে ক্ষত সৃষ্টি হয়েছে। ডাক্তার প্রয়োজনীয় চিকিৎসা দেন এবং অঙ্গটির প্রতি যত্নশীল হতে বলেন। ক. কোথায় রড এবং কোন নামক দুই ধরনের কোষ রয়েছে? খ. আমরা কীভাবে চোখের সাহায্যে আলোকিত বস্তুকে দেখতে পাই? গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির অন্ত:গঠন অঙ্কন করে চিহ্নিত কর। ঘ. আলোচিত ইন্দ্রিয়টির যত্ন নেওয়ার উপায় সম্পর্কে তোমার পরামর্শ তুলে ধর। 

Answer ক. রেটিনায় রড এবং কোন নামক দুই ধরনের কোষ রয়েছে। খ. আলোকিত বস্তু থেকে আলোকরশ্মি লেন্সের মাধ্যমে রেটিনায় ‍গিয়ে পড়ে। আপতিত রশ্মি প্রসারিত হয়ে রেটিনায় প্রতিফলিত হয়। ফলে রেটিনার উপর বস্তুটির ক্ষুদ্র ও উল্টো প্রতিবিম্বের সৃষ্টি হয়। আলোক উদ্দীপনা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হলে অামরা বস্তুকে স্বাভাবিকভাবে দেখতে পাই। এভাবেই চোখের সাহায্যে আমরা আলোকিত কোনো বস্তুকে দেখতে পাই। গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি আমাদের একমাত্র শ্রবণেন্দ্রিয় কান। নিচে এর অন্ত:গঠন অঙ্কন করে চিহ্নিত করা হলো- কানের অন্ত:গঠন ঘ. উদ্দীপকে বর্ণিত শ্রবণ ইন্দ্রিয় হলো কান। কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি। এজন্য এ ইন্দ্রিয়ের ব্যাপারে আমাদের যত্নবান হওয়া উচিত। এ ক্ষেত্রে আমার পরামর্শ হলো-- i. কান নিয়মিত পরিষ্কার করতে হবে। কানে ময়লা জমলে কাঠি বা অন্যকোনো শক্ত বস্তু দিয়ে কান খোঁচানো যাবে না। ii. গোসলের সময় কানে যাতে পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকতে হবে। প্রয়োজন হলে কানে তুলা দিয়ে গোসল করতে হবে। iii. কানে বাইরের কোন বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। iv. উচ্চ শব্দের গান বা মিউজিক শোনা থেকে বিরত থাকতে হবে। কারন উচ্চ শব্দ কানের জন্য ক্ষতিকর। 

+ Report
Total Preview: 1441
৪. phorohadbesho kichudin dhre karoo kathay kono shaড়a dicche na. chintit ma baba take daktoarer kache niye jayo. daktoar dekhen tar srobon indriye pani jame kht shishti hoyeche. daktoar proyojoney chikitsha den abong ongotir proti jottoshil hote bolen. ka. kothay roড abong kon namok dui dhroner kosh royeche? kh. amora kivabe chokher shahajje alokit boshotuke dekhte pai? ga. udodipake ullikhit ongotir onto:gthn onkon kare chihonit karo. gh. alochit indriyotir jotto neoyar upay shomoparoke tomar paramorsho tule dhro.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd