জীবের বৃদ্ধি ও বংশগতি
  1. Question:মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? 

    Answer
    যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমআকৃতির সমগুনসম্পন্ন ও সমসংখ্যাক ক্রোমোজোমবিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে।

    1. Report
  2. Question:তিনটি এককোষী জীবের নাম লেখ। 

    Answer
    তিনটি এককোষী জীবের নাম হলো:ঈষ্ট,ছত্রাক ও অ্যামিবা ।

    1. Report
  3. Question:ক্যারিওকাইনেসিস পর্যায়টিকে কয়টি ধাপে বিভক্ত করা যায় ও কী কী? 

    Answer
    ক্যারিওকাইনেসিস পর্যায়টিকে পাঁচটি ধাপে বিভক্ত করা যায়।
    যথা:(১)প্রোফেজ (২)প্রো-মেটাফেজ (৩)মেটাফেজ (৪)টেলোফেজ (৫)অ্যানাফেজ

    1. Report
  4. Question:মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি? 

    Answer
    মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হলো প্রোফেজ।

    1. Report
  5. Question:ক্রোমোজোম কাকে বলে? 

    Answer
    নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যাক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজোম বলে।

    1. Report
  6. Question:ক্রোমোজোমের প্রধান অংশ কয়টি ও কী কী? 

    Answer
    ক্রোমোজোমের প্রধান অংশ দুটি।যথা:(১)ক্রোমোটিড ও (২)সেন্ট্রোমিয়ার

    1. Report
  7. Question:নিউক্লিক এসিড কত প্রকার ও কী কী? 

    Answer
    নিউক্লিক এসিড দুই প্রকার।যথা:(১)ডিএনএ{ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড} এবং (২)আরএনএ{রাইবো নিউক্লিক এসিড}

    1. Report
  8. Question:কোস বিভাজন কাকে বলে? 

    Answer
    যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে।

    1. Report
  9. Question:অপত্য কোষ কী? 

    Answer
    কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ বলে।

    1. Report
  10. Question:মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে? 

    Answer
    যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যাক ক্রোমোজোমযুক্ত চারটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd