জীবের বৃদ্ধি ও বংশগতি
  1. Question:মাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখ। 

    Answer
    উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহে মাইটোসিস কোষ বিভাজন ঘটে।এ ধরনের কোষ বিভাজনের দুটি বেশিষ্ট্য হলো:
    (১)এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়।
    (২)এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে।

    1. Report
  2. Question:মিয়োসিস কোষ বিভাজনের দুটি বৈমিষ্ট্য লেখ। 

    Answer
    উন্নত শ্রেণীর জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজন ঘটে।এ কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য হলো:
    (১)এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয়।
    (২)এ ধরনের কোষ বিভাজনে ক্রোমোজোম একবার ও নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়।

    1. Report
  3. Question:মাইটোসিসকে ইকুয়েশনাল বিভাজন বলা হয় কেন? 

    Answer
    মাইটোসিস কোষ বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দু ভাগে বিভক্ত হয়।ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে।তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়।

    1. Report
  4. Question:মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লেখ। 

    Answer
    মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে অনেকগুলো পার্থক্য বিদ্যমান।তন্মধ্যে দুটি পার্থক্য নিম্নে দেওয়া হলো:
    (১)মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। পক্ষান্তরে, মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে। 
    (২) মাইটোসিস কোষ বিভাজন  জীবের দেহকোষে সংঘটিত হয় বলে দেহের বৃদ্ধি ঘটে। অন্যদিকে, মিয়োসিস কোষ বিভাজন জীবের জনন মাতৃকোষে সংঘটিত হয় বলে গ্যামেট তৈরি হয়।

    1. Report
  5. Question:DNA ও RNA এর মধ্যে দুটি পার্থক্য লেখ। 

    Answer
    ডিএনএ  ও  আরএনএ এর মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান। তন্মধ্যে দুটি পার্থক্য নিম্নে দেওয়া হলো:
    (১) ডিএনএ  সাধারণত ক্রোমোজোম থাকে। পক্ষান্তরে, আরএনএ ক্রোমোজোম,সাইটোপ্লাজম ও নিউক্লিওলাসে থাকে।
    (২) ডিএনএ  হলো ডি-অক্সিরাইবোজ শর্করা। অন্যদিকে, আরএনএ হলো রাইবোজ শর্করা।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd