বিজ্ঞান - অষ্টম শ্রেণি
  1. Question:অ্যানেলিডা পর্বের প্রাণীরা কোথায় বসবাস করে? 

    Answer
    অ্যানেলিডা পর্বের প্রাণীরা পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ন ও উষ্নমন্ডলীয় অঞলে বসবাস করে।

    1. Report
  2. Question:নটোকর্ড কী? 

    Answer
    নটোকর্ড হলো নমনীয়, মধ্যম, নিরেট এবং দন্ডাকার অখন্ডায়িত অংগ যা কর্ডাটা পর্বের কিছু কিছু প্রাণীর পৃষ্ঠীয়দেশ বরাবর বা লেজে অবস্থান করে।

    1. Report
  3. Question:কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা যায় ও কী কী? 

    Answer
    কর্ডাটা পর্বকে ৩টি উপপর্বে ভাগ করা যায়। যথা: (১) ইউরোকর্ডাটা, (২) সেফালোকর্ডাটা, (৩) ভার্টিব্রাটা

    1. Report
  4. Question:প্লাটিহেলমিনথিস ও অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণীদের মধ্যে দুটি পার্থক্য লেখ। 

    Answer
    প্লাটিহেলমিনথিস ও অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণীদের দেহের কিউটিকলের ধরন ও রেচন অঙ্গের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যেমন: 
    (১) প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে। অপরপক্ষে, অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহ পাতলা কিউটিকল দ্বারা আবৃত থাকে।
    (২) প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণীর রেচন অঙ্গ শিখা অঙ্গ। অন্যদিকে, অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণীদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া।

    1. Report
  5. Question:মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীদের মধ্যে দুটি পার্থক্য লেখ। 

    Answer
    মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীদের মধ্যে কতকগুলো পার্থক্য বিদ্যমান।  তন্মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো:
    (১)মেরুদন্ডী প্রাণীদের দেহ সাধারণত দ্বিপাশ্র্বীয় প্রতিসম। অপরদিকে, অমেরুদন্ডী প্রাণীদের দেহ অপ্রতিসম, অরীয় প্রতিসম বা দ্বিপাশ্র্বীয় প্রতিসম।
    (২)মেরুদন্ডী প্রাণীদের দেহে অন্ত:কংকাল বিদ্যমান থাকে। পক্ষান্তরে, অমেরুদন্ডী প্রাণীদের দেহে কোনো অন্ত:কংকাল থাকে না।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd