নুনের গুণের কথা অনেকেই জানেন। সম্প্রতি নুনের আরও একটি গুণের খোঁজ মিলেছে। মার্কিন গবেষকেরা জানিয়েছেন, সাধারণ খাবার লবণ দিয়েই তৈরি হবে ইলেকট্রনিক পণ্যের গুরুত্বপূর্ণ কাঠামো। সিলিকনের পরিবর্তে সাধারণ খাবার লবণ ব্যবহার করার ফলে তখন ইলেকট্রনিক পণ্যের দামও কমে যাবে।
ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, সাধারণ লবণ সিলিকনের ন্যানো অবকাঠামোর বিকল্প হতে পারে। এ বিকল্প ন্যানো কাঠামো ব্যবহার করে ইলেকট্রনিকস, বায়ো-মেডিসিন ও শক্তি সংরক্ষণ রাখার যন্ত্র তৈরির বিপুল সম্ভাবনা রয়েছে।
গবেষকেরা বর্তমানে সাধারণ লবণ ব্যবহার করে বিশেষ এ কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু করেছেন। তাঁদের দাবি, বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি লবণ শক্ত কাঠামো তৈরি করতে সক্ষম, যা সহজেই পানিতে গলে যাবে এবং রিসাইকেল করে আবারও তা ব্যবহার করা যাবে।
‘সায়েন্টিফিক রিপোর্টস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।
ওহাইও বিশ্ববিদ্যালয়ের রসায়নের সহকারী অধ্যাপক ডেভিড জিউলেই জি জানিয়েছেন, নুন থেকে ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া উদ্ভাবনের পদক্ষেপ নতুন সম্ভাবনার দরজা খুলবে। সিলিকন ন্যানো কন্ডাক্টর বানাতে যে খরচ হয়, খাবার লবণের ব্যবহারে সে খরচ অনেক কমে আসবে।
Comments 2