সাধারণ জ্ঞান - বিজ্ঞান ও প্রযুক্তি - lesson 6
• ভারি পানির সংকেত- D2O ।
• আমরা যে চক দিয়ে লিখি তা হল – ক্যালসিয়াম কার্বনেট(CaCO3)বা চুনাপাথর ।
• চুনের পানি বা চুনের সংকেত- Ca(OH) ।
• কম্পিউটার সিস্টেমের প্রসেসরকে বলা হয়- ব্রেইন ।
• সবচেয়ে বড় ঘাস- বাঁশ ।
• একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে- পাঁচটি ।
• একটি রানী মৌমাছি ডিম পাড়ে- ১০০০ বার ।
• কার রক্ত বর্ণহীন- তেলাপোকার ।
• পেচা দিনে – চোখে দেখে না ।
• মৌমাছির পা- ৬টি ।
• মাকড়সার পা- ৮টি ।
• কেঁচো শ্বাস প্রশ্বাস চালায়- ত্বকের সাহায্যে ।
• পূর্ণবয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা- ৬লিটার ।
• টেলিফোন আবিস্কারক- আলেকজন্ডার গ্রাহাম বেল(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৭৬ ইং আবিস্কারকের জন্ম-১৮৪৭ ইং আবিস্কারকের মৃত্যু ১৯২২ইং ।
• বৈদ্যুতিক পাখা আবিস্কারক- এস.এস.হুইলার(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৮২ ইং আবিস্কারকের জন্ম-১৮৬০ ইং আবিস্কারকের মৃত্যু ১৯২৩ ইং ।
• মাইক্রোফোন আবিস্কারক- ইমাইল বার্লিনার(জাতীয়তা আমেরিকান)আবিস্কারের সাল- ১৮৭৭ ইং আবিস্কারকের জন্ম-১৮৫১ ইং আবিস্কারকের মৃত্যু ১৯২৯ ইং ।
• রেফ্রিজারেটর আবিস্কারক- জ্যাকোব পারকিন্স(জাতীয়তা ইংলিশ)আবিস্কারের সাল- ১৮৩৪ ইং আবিস্কারকের জন্ম-১৭৬৬ ইং আবিস্কারকের মৃত্যু ১৮৪৯ ইং ।
/1
Comments 1