Home  • Story, Tales & Poem • Poem

এমন রাত যেন যায় না বৃথাই

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই পরি চাঁপা ফুলের শাড়ি খয়েরী টিপ, জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই।। তুমি আসিবে বলে সুদূর অতিথি জাগে চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথি, কভু ঘরে আসি কভু বাহিরে চাই।। আজি আকাশে বাতাসে কানাকানি, জাগে বনে বনে নব ফুলের বাণী, আজি আমার কথা যেন বলিতে পাই।। Kazi Nazrul Islam কাজী নজরুল ইসলাম

Comments 1


Thumbs Up
About Author
Meraj  Islam
Copyright © 2024. Powered by Intellect Software Ltd