Home  • News • Career News
হিউম্যান সাইকোলজি বলে, ১. যদি কোন মানুষ সবসময়ই খুব হাসে, এমনকি যে সামান্য কোন ব্যাপারে নিয়েও হাসি চেপে রাখাতে পারেনা তবে সে আসলে সবসময় খুবই একা ফিল করে। ২. যদি কোন মানুষ খুব বেশি ঘুমায় তবে সে দুঃখি একজন। ৩. যদি কোন মানুষ সবময় কম কথা বলে এবং যখন সে কথা বলে তখন দ্রুত বলে, তবে সে কিছু গোপন করছে। ৪. যদি কোন মানুষ কাঁদতে না জানে বা কখনো কাঁদতে না পারে তবে সে গভীর কোনও ব্যথা অতিক্রম করেছে নিজের জীবনে। ৫. যদি কোন মানুষ খাওয়ার সময় সভ্য ভাবে না খায় তবে সে খুব চিন্তিত। ৬. যদি কোন মানুষ খুব সাম্যান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের মানুষ। ৭. যদি কোন মানুষ সামান্য ব্যাপারেই ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন। কারো ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন। দেখবেন সবার মধ্যেই কিছু না কিছু ভালো গুন আবিষ্কার করতে পারবেন

Comments 4


Thumbs Up
very much true. awesome post.
Clock
:-)
About Author
Meraj  Islam
Copyright © 2024. Powered by Intellect Software Ltd