Home  • Online Tips • Religious

মোনোযোগ সহকারে নামাজ পড়ার কয়েকটি পদ্ধতি!!!!!

নামাজের-ফজিলত-অনেক-আমরা-যদি
নামাজের ফজিলত অনেক। আমরা যদি দেহ ও মন একত্রিত করে নামাজ আদায় না করতে পারি তাহলে আমরা নামাজ পড়েও সে সব ফজিলাত থেকে বচ্ঞিত হব। মনোনিবেশ না করে নামাজ পড়া মানে বৃথা নামাজ পড়া। নামাজ মানে শুধু রুকু সিজদাহ করা না। নামাজ মানে আল্লাহর কাছে ফরিয়াদ করা। আর সেই ফরিয়াদ যদি ঠিক মত না করতে পারি তাহলে সেখানে কোন লাভ নেই। আমরা সামন্য একটা বিষয় চিন্তা করি আমরা যখন আমাদের বসের সাথে কথা বলি তখন কত সাবধানে কথা বলি যাতে কোন ভুল না হয় আর কোন কিছু আবদার করার সময় কত নম্র আচারন করি কারন সেখানে কিছু পাওয়ার আশা আছে। অন্যদিকে যিনি আমদের আগে থেকে অসীম পরিমান দিয়ে রাখছেন আল্লাহ তাআলার জন্য কি করি? হইত নামাজ আদায় করি আবার হইত কখনও করিও না। আমরা সামন্য বেতনের জন্য কত নম্র ব্যবহার করি তাহলে যিনি আমাদের জিবন দিয়েছেন তার কাছে কত কত নম্র হওয়া উচিত তা কি আমরা কখনও ভেবেছি? শুধু জিবন দেননি বেচে থাকার জন্য যত উপকরন প্রয়োজন সবি দিয়েছেন তিনি। তাহলে তার সামনে দাড়িয়ে আমাদের কতটা নম্র ও সাবধান থাকতে হবে আমরা কি চিন্তা করেছি? একটা ছোট গল্প বলি: কোন এক মসজিদের ঈমাম ঈশার ফরজ নামাজ পড়াতে গিয়ে 3 রাকাত পড়ে ভুলবসত সালাম ফিরেয়ে ফেলছেন সেটা কেউ খেয়াল করেননি। হঠাত এক পরেজগার ব্যক্তি দাড়িয়ে বল্লে হুজুর নামাজ এখনও এক রাকাত বাকি আছেন সকলে তো অবাক কেউ যেটা ধরতে পারিনি উনি কিভাবে বুঝলন? কেউ কেউ আবার ক্ষিপ্ত কারন তাদের তাড়া আছে অন্য কারনে। তারা তখন বললেন আপনি কি করে বুঝলেন যে নামাজ এক রাকাত বাকি? তখন তিনি বললেন হুজুর আমার শহরে ৪ টা দোকান আছে আর আমি প্রতিদিন ঈশার নামজে দাড়িয়ে প্রতি রাকাতে একটা করে দোকানের হিসাব মিলায়। আজ আমার একটা দোকানের হিসাব এখনও বাকি আছে তাহলে নামাজ কিভাতে ৪ রাকাত হই? নামাজ এখনও ১ রাকাত বাকি। এখন বলেন আমরা আমাদের সৃষ্টিকর্তার সামনে দাড়িয়ে যদি দোকনের হিসাব কিরি তাহলে কি কখনও তিনি আমাদের উপর খুশি হবেন? এজন্য দেহ স্থির রেখে মনোযোগ সহকারে নামাজ আদায় করতে হবে আমাদের। তবে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। আমাদের মন কুব চঞ্চল তাই তাকে বেধে রাখা খুব কষ্ট আপনি ভেবে দেখেন আপনি আজকের শেষ যে ওয়াক্ত নামাজ পড়েছেন সে নামাজ যদি আপনি নিজে পড়েন তাহলে মনে করেন তো সুরা ফাতিহার পরে কি সুরা পড়েছেন? আর যদি ঈমামের পিছনে পড়েন তাহলে বলেন তো ঈমাম কি সুরা পাঠ করেছেলেন? কি মনে নেই তো এর অর্থ হলো আপনি নামাজটা মনোযোগ সহকারে আদায় করতে পারেননি। যত চিন্তা আছে সব নামাজের মধ্যে এসে হাজর হই। আমাদের দেহ ও মন দুটি আলাদা জিনিস যদি আপনি এই দুটিকে একত্রিত না করে কোন কাজ করেন তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভবনা ৯৯%। সুতরাং নামাজে মন না থাকলে নামাজে ভুল হওয়াটা সাভাবিক। নামাজে মননিবেষের জন্য আপনি আপনার মনকে আপনার জিহ্বার পিছনে লাগিয়ে দিন। মনকে তদারকি করতে লাগিয়ে দিন যে জিহ্বা যা বলতেছে তা সঠিক বলছে না ভুল বলছে। আর সবচেয়ে ভাল হই অর্থ জানা থাকলে তাহলে আরবিটা বলার সাথে সাথে আমাদের বাংলটা মনে আসবে ফলে আবেগ সৃষ্টি হবে। ফলে মন অন্যদিকে যাবে না। আর যাদি ঈমামের পিছনে নামাজ পড়েন তাহলে ঈমামের সাথে সাথে সুরাটি পড়বেন আর আর মনে মনে অর্থ বলবেন বা খেয়াল করেবেন ঈমামের উচ্চারনগুলো। কখনও কোন ব্যাস্ততা রেখে নামজে দাড়াবেন না। কারন সে দিকে আপনের মন চলে যাবে। আর যদি ঈমাম একটু বড় সুরা পড়েন তাহলে তার উপর আপনার রাগ হতে পারে। ফলে আপনার নামজ সঠিক হবে না। আপনি হইত বলাবেন জামাতের সময় পার হয়ে যাবে যদি আমার ব্যস্ততা দুর করতে। যাক তবুও সেটা সম্পন্ন করে আপনি নামাজ পড়বেন। মনে রাখবেন মনোনিবেশ না করে জমাতে নামাজ পড়ার চেয়ে মনোযেগ সহকারে নামাজ আদায় করা উত্তম। কখনও ক্ষুধার্থ অবস্থাই নামাজ আদায় করবেন না। কারন ক্ষুধার্থ অবস্থায় আপনি নামাজে মন দিতে পারবেন না। হালকা কিছু খেয়ে নামাজে দাড়ান প্রয়োজনে আপনি এক রাকাত পরে জামাতে দাড়ান। আর নামাজে দাড়িয়ে ভাববেন এটা আমার শেষ নামাজ। পরবর্তি ওয়াক্ত পাব কিনা আল্লাহ পাকই ভাল জানেন। ভাবুনত একজন ফাসির আসামীকে যদি ফাসি কার্যকরি করার ১০ মিনিট আযে বলা হয় আপনার শেষ ইচ্ছা কি আর সে যদি বলে সে ২ রাকাত নামাজ পড়তে চাই তাহলে তার নামাজ টা কেমন হবে। নামাজের মধ্যে সে ভাববে একটু পরে আমি দুনিয়া থেকে চলে যাব আর নামাজ আদায় করেতে পারব না এই দুনিয়াতে কিন্তু যারা বেচে থাকবে তারা নামাজ আদায় করতে পরবে। তাহলে তার মন কি নামাজের বাহিরে যাবে? না যাবে না তাই ভাববেন যে এটা আমার শেষ নামাজ পরবর্তি ওয়াক্ত পাব কি না জনিনা। এছাড়া আরো অনেক পদ্ধতি আছে। যেসব কাজ করলে বা কাকি রাখলে নামাজে মনোনিবেশ করতে সমস্যা হই সে সব কাজ করবেন না বা সে সব কাজ ফেলে রাখবেন না। সব শেষে বলি আমার কোন ভুল হলে ক্ষমা করবেন।

Comments 2


Thanks
very good post for Muslim. Thanks

Share

About Author
Abdullah Al Mamun
Copyright © 2024. Powered by Intellect Software Ltd