কোন ডাটা সার্ভার ভাল হবে, এসকিউএল সার্ভার নাকি নোএসকিউএল সার্ভার?
আসসালামুআলাইকুম, আমি একসময় এই সাইটে অনেক বেশি জালাতন বা ডিস্টার্ব করতাম। অনেকদিন পর আবার আসলাম। আমি একটা স্কুল ম্যানাজমেন্ট সিসটেম ক্রিয়েট করার চেষ্টা করতেছি। যেখানে প্রচুর পরিমানে ডাটা কুয়েরী হবে। প্রতিদিনে প্রায় ৫০০০০ ছাত্রের ডাটা ইনপুট আউটপুট হতে পারে। এবং সেখানে আমাকে হিউজ ডাটা নিয়ে কাজ করতে হবে। অনেক বেশি ডাটা অপ্টিমােইজেশন হবে। আবার কোন ডাটা একেবারে ডিলিট হবে না। সব কিছু স্টোর হয়ে থাকবে। আমি এটার জন্য ফ্রন্টএন্ড হিসাবে ভিউজেএস এবং ভিউটিফাই ব্যাবহার করব। এত বেশি পরিমান ডাটা কুয়েরীর জন্য কোন ডাটা সার্ভার ভাল হবে বুঝতে পারতাছিনা। একবার মনে হচ্ছে এসকিউএল সার্ভারের মাইএরকিউএলআই বর্তমানে ব্যবহার করে পরে ওরকলে শিফ্ট করব। আবার মনে হচ্ছে না নো-এসকিউএল সার্ভারের মঙ্গডিবি আরো বেটার হবে। আবার মনে হচ্ছে ভবিস্যতে ডাটা অনেক বেশি হলে নো-এসকিউএল এ শিফ্ট করা লাগবে না তো? আবার ভাবতাছি ভবিস্যতে সার্ভারে প্রচুর ডাটা স্টোর হওয়ার পর কোন সার্ভারের পারফমেন্স ভাল পাব। কোনটা ফাস্ট কাজ করবে? আসলে সার্ভার সম্বন্ধে আমার খুব বেশি ধারনা নাই তাই সিদ্ধান্তে পৌছাতে পারছি না। এখন আছি খুব একটা দ্বীধদন্দে কোন ডাটাবেজ নিয়ে কাজ শুরু করব। অনুগ্রহ করে আমাকেে এক্সপার্ট যারা আছেন সাহায্য করবেন। তাইলে অনেক বেশি উপকৃত হব। ভাল তাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
/28
Comments 2
1. SQL Server is my first choice. 2. Oracle is my second choice
Comments 2