ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার
গুটি ইউরিয়া নাইট্রোজেন সংবলিত একটি রাসায়নিক সার। দেখতে ন্যাপথলিনের মতো, গুটি বা দানাদার ইউরিয়া থেকে ব্রিকোয়েট মেশিনের সাহায্যে গুটি ইউরিয়া তৈরি করা হয়।
প্রয়োজনীয়তা:
গুড়া (prilled urea) বা দানাদার ইউরিয়া ব্যবহারে নাইট্রোজেন দ্রুত গ্যাস আকারে বাতাসে উড়ে যায়।
গুড়া ইউরিয়া পানিতে দ্রুত দ্রবীভূত হয় যা চুইয়ে মাটির নিচে গভীরে চলে যায়।
বৃষ্টি বা সেচের পানির সাথে ইউরিয়া ধুয়ে সহজেই ক্ষেত থেকে বের হয়ে যায়।
অনেক ক্ষেত্রেই ফসলের কাজে না লেগে আগাছা বিস্তারে সহায়তা করে।
নাইট্রোজেন বাতাসে মিশে পরিবেশ দূষণ করে।
বারবার ব্যবহার করতে হয় বিধায় খরচ বেশি পড়ে এবং পাশাপাশি অপচয়ও হয়।
গুটি ইউরিয়া ব্যবহারে সুবিধা:
এক মৌসুমে মাত্র একবার প্রয়োগ করতে হয়।
এর ব্যবহারে মাটিতে ইউরিয়া সারের ব্যবহার প্রায় ২৫-৩০ ভাগ কম লাগে।
সব সময় গাছের প্রয়োজন অনুযায়ী নাইট্রোজেন সার সরবরাহে সক্ষম বিধায় গাছের গুপ্ত ক্ষুধা থাকে না।
এর প্রয়োগে গাছের বৃদ্ধি ভালো হয় বলে অপেক্ষাকৃত লম্বা শিকড় মাটির গভীর থেকে রস আহরণে সক্ষম হয় ফলে খরা সহ্য করতে পারে।
গবেষণায় দেখা যায়, সঠিক প্রয়োগে ফলন ১৫-২০ ভাগ বেশি হয়।
গুটি ইউরিয়ার প্রকারভেদ:
গুটি ইউরিয়া আকার তথা ওজনের জন্য ভিন্ন রকমের হয়ে থাকে। ০.৯ গ্রাম সাইজের গুটিকে সাধারণ গুটি বা urea super granule (USG) বলে। এ গুটি বোরো ধানে ৩টি করে, আউশ ও আমন ধানে ২টি করে প্রয়োগ করতে হয়।আবার বাজারে ১.৮ গ্রাম ও ২.৭ গ্রাম ওজনের দুই ধরনের গুটি ইউরিয়া রয়েছে। এ ধরনের গুটিকে মেগা গুটি ইউরিয়া বলে।১.৮ গ্রাম ওজনের গুটি আউশ ও আমন ধানে ১টি করে এবং ২.৭ গ্রাম ওজনের গুটি বোরো ধানে ১টি করে প্রয়োগ করতে হয়।
গুটি ইউরিয়া প্রয়োগ পদ্ধতি:
প্রথম সারিতে প্রথম চার গোছার মাঝখানে ৭-১০ সেমি. বা ৩-৪ ইঞ্চি মাটির গভীরে গুটি পুঁততে হয়। একই সারিতে পরবর্তী চার গোছার মাঝখান বাদ দিয়ে তারপরের চার গোছার মাঝখানে পুঁততে হবে। এভাবে প্রথম সারিতে গুটি পুঁতা শেষ করতে হবে। দ্বিতীয় সারিতে গুটি পুঁততে হয় না। আবার তৃতীয় সারিতে প্রথম সারির মতো করে গুটি পুঁততে হবে। মেশিনে দিয়ে গুটি ব্যবহার করা যায়। এতে প্রথমে চার সারির মাঝে মেশিন ব্যবহার করতে হবে এবং পরে এক সারি বাদ দিয়ে পরবর্তী চার সারির মাঝে আবার মেশিন ব্যবহার করতে হবে। মেশিনে গুটি ব্যবহারে সময় কম লাগে। তবে মেশিন চালানোর জন্য যথেষ্ট সর্তকতা রাখতে হয়।
গুটি ইউরিয়া ব্যবহারে সতর্কতাসমূহ:
সারিতে চারা রোপণ করতে হবে। সারি x সারি=৮ ইঞ্চি বা ২০ সেমি. এবং গোছা x গোছা=৮ ইঞ্চি বা ২০ সেমি.
চারা রোপণের ৭-১০দিনের মধ্যে জমিতে গুটি পুঁততে হবে। জাত ও মৌসুম ভেদে।
গুটি প্রয়োগের সময় জমিতে ২-৩ সেমি. বা সিপসিপে পানি রাখা দরকার।
প্রয়োগের সময় এমন পরিমাণ গুটি সঙ্গে নিতে হবে যাতে সারির মাঝামাঝি থেকে গুটি নেয়ার জন্য ফিরে আসতে না হয়। কোন কারণে গুটি প্রয়োগে মাটির ভেতর থেকে বের হলে তা পুনরায় কাদা দিয়ে ঢেকে দিতে হবে।
প্রয়োগকৃত স্থানে কোনমতই পা না পড়ে।
গুটি প্রয়োগের ২৫-৩০দিন পর্যন্ত জমিতে নামা যাবে না। যদি কোন কারণে নামতেই হয় তবে খেয়াল রাখতে হবে যেন গুটি প্রয়োগকৃত স্থানে পা না পড়ে।
প্রয়োগের পর জমিতে এমনভাবে পানি ব্যবস্থাপনা করতে হবে যেন কখনোই মাটি ফেটে না যায়।
Comments 0