Home  • Online Tips • Mobile

আপনার মোবাইল পানিতে পড়ে গেলে কী করবেন?

Mobile Phone In Waterএটা অনেকের জানা আছে । তবুও এই বিষয় নিয়া টিউন করলাম । আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন।মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির আই.সি নষ্ট যাওয়ার সম্ভবনা তত বেশি। পানি থেকে তোলার সাথে সাথে মুঠোফোনটির পাওয়ার অফ করুন এবং ব্যাটারি টি খুলে ফেলুন। কারণ পাওয়ার অন করা অবস্থায় কোন কিছু করা টা আপনার মুঠোফোনের আই.সি নষ্ট হওয়ার কাজটি ত্বরান্বিত করতে পারে। এবার একটি চাল ভর্তি বলের ভেতর আপনার মুঠোফোনটি পুরোপুরি ঢুকিয়ে দিন! অনুগ্রহ করে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন। চব্বিশ ঘন্টা পর আপনার সেটটি অন করুন, আশা করি আপনার মুঠোফোনটি ঠিকমত চলছে!!mobile

Comments 2


Mobile Phone In Water
ai dimer moto aigulu ki?
About Author
Monir  Hossain
Copyright © 2024. Powered by Intellect Software Ltd