Home  • Online Tips • Religious

বিয়ের হাদিস

১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দা যখন বিয়ে করলো, তখন সে তো দ্বীনের অর্ধেকটা পূর্ণ করে ফেললো। অতঃপর সে যেন অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করে। ২) যে বিবাহে খরচ কম ও সহজ সে বিবাহই অধিক বরকতপূর্ণ। ৩) তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্যঃ 1) আযাদী চুক্তিবদ্ধ গোলাম যে তার রক্তমূল্য আদায় করতে চায়, ২) পবিত্রতার মানসে বিবাহ বন্ধনে আবদ্ধ ব্যক্তি ৩) আল্লাহর পথের মুজাহিদ …………………………………………….. সূত্রঃ ১) [মিশকাত শরীফ, ২য় খন্ড, পৃষ্ঠা ২৬৮] হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ২) বায়হাকী, সূত্রঃ মিশকাত, পৃ ২৬৭ ৩) তিরমিযী, সূত্রঃ মিশকাত পৃ ২৬৭ আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ আমার সুন্নাত। যে আমার সুন্নাত অনুযায়ী আমল করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তোমরা বিবাহ করো, কারণ আমি আমার উম্মতের আধিক্য নিয়ে আল্লাহর দরবারে গর্ব করবো। যার সামর্থ্য আছে সে অবশ্যই বিবাহ করবে আর যার সামর্থ্য নেই তার উপর কর্তব্য হলো রোজা রাখা। কারণ, রোজা তার জন্য প্রতিষেধক। [ইবনে মাজাহ]

Comments 1


thanks
About Author
Monir  Hossain
Copyright © 2024. Powered by Intellect Software Ltd