Home  • Online Tips • Computer

গুগলের ডটহাউ ডোমেইন ঠিকানা চালু

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কিংবা জানার বিষয়ে সহজে সমাধান দিতে নতুন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যেই গুগল ডট হাউ (.how) নামের ডোমেইন চালু করেছে। মূলত ‘হাউ টু’ সংক্রান্ত নানা ধরনের বিষয়েই এ ডোমেইন ব্যবহার করা যাবে। গুগল রেজিস্ট্রিতে ইতিমধ্যে এ ডোমেইন রয়েছে যা যে কেউ চাইলে কিনতে পারবে। শিক্ষা খাতের জন্য যেমন নির্দিষ্ট একটি ডোমেইন রয়েছে, সে রকমই জ্ঞানভিত্তিক জিজ্ঞাসা এবং দ্রুত কিছু জানতে চাইলে সহজেই যাতে ব্যবহারকারীরা প্রয়োজনীয় তথ্য খুঁজে পান, সে লক্ষ্যেই ডট হাউ ডোমেইন চালু করা হয়েছে বলে জানিয়েছে গুগল। সাধারণত কোনো তথ্য গুগলে জানতে চাইলে বেশির ভাগ ব্যবহারকারীই ‘হাউ’ দিয়ে শুরু করেন। গুগলের এক গবেষণায় দেখা গেছে, হাউ লিখেই তথ্য খোঁজার আগ্রহ বেশি ব্যবহারকারীদের। এর পাশাপাশি ফাইভ ডব্লিউ (হোয়েন, হোয়াট, হোয়াই, হু, হোয়ার) ব্যবহারের ক্ষেত্রেও ব্যবহারকারীদের আগ্রহ রয়েছে। এ শব্দগুলো ব্যবহারের মাধ্যমে ব্লগ, ভিডিওস, অনলাইন বুকসসহ ইন্টার-অ্যাকটিভ টিউটোরিয়ালের ক্ষেত্রেই বেশি ব্যবহার করে তথ্য খোঁজা হয়। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ‘হাউ’। এ বিষয়ে গুগল জানিয়েছে, ডট হাউ ডোমেইনের সাহায্যে আমাদের বিশ্বাস ব্যবহারকারীরা আরও দ্রুত তথ্য খোঁজা থেকে শুরু করে তথ্য আদান-প্রদান, সবচেয়ে ভালো তথ্যাদি ওয়েবসাইটে খুঁজে পাবেন। এ ডোমেইন পাওয়া যাবে www.get.how ঠিকানায়।

Comments 0


Share

About Author
Sajed  Rahman
Copyright © 2024. Powered by Intellect Software Ltd