Home  • General Knowledge • Current affairs

ওয়েব ডিজাইনে অ্যাওয়ার্ড পেল বাংলাদেশি প্লাবনী ও তার দল

জর্জিয়া-রাজ্যের-শ্রেষ্ঠ-ওয়েব-ডিজাইনার জর্জিয়া রাজ্যের শ্রেষ্ঠ ওয়েব ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড লাভ করে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছে আটলান্টার নতুন প্রজন্মের একাদশ গ্রেডের ছাত্রী প্লাবনী ও তার দল। গত ২১ মার্চ শনিবার ডাউন টাউনের একটি হোটেলে ফিউচার বিজনেস লিডার অব আমেরিকা সংক্ষেপে এফবিএলএ আয়োজিত জর্জিয়া রাজ্যের ওই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের প্রায় কয়েক শ প্রতিযোগী অংশ নেয়। গুইনেট কাউন্টির মেডোক্রিক হাইস্কুলের ছাত্রী প্লাবনী এই বিজয়ের খবরটি প্রথম মূলধারার টেলিভিশনে ফলাও করে প্রচার এবং আটলান্টা জার্নাল কনস্টিটিউশন-এ প্রকাশিত হলে বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের উচ্ছ্বাস বইতে থাকে। উল্লেখ্য, প্লাবনী সম্প্রতি ভ্যারাইজন আয়োজিত আরও একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিল, যা মূলধারার টিভি মিডিয়াতে অনেক বাংলাদেশির দৃষ্টি আকর্ষণ করেছিল। প্লাবনীর বাবা আটলান্টার বলাকা ইনস্যুরেন্স ও ট্যাক্স রিটার্ন ব্যবসার স্বত্বাধিকারী এবং গল্পকার শরীফ ইসলাম। তিনি জানান, কম্পিউটার প্রযুক্তির দিকে প্লাবনীর ছোটবেলা থেকেই বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল এবং ষষ্ঠ গ্রেডের ছাত্রী থাকাকালে ডেল কম্পিউটার অ্যাওয়ার্ড পেয়েছিল। এরই ধারাবাহিকতায় প্লাবনী এ বছর পর পর দুটি প্রতিযোগিতায় এই অভাবনীয় সাফল্য বয়ে আনতে পেরেছে। বাংলাদেশের ফরিদপুরের সন্তান শরীফ তাঁর মেয়ের আগামী দিনের পথ পরিক্রমায় সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। শরীফ জানান, আগামী জুনে শিকাগোতে অনুষ্ঠেয় জাতীয়ভিত্তিক প্রতিযোগিতায় প্লাবনী ও তার দল জর্জিয়া রাজ্যের একমাত্র প্রতিনিধিদল হিসেবে যোগ দেবে রাজ্য সরকারের তত্ত্বাবধানে।

Comments 0


Share

About Author
Sajed  Rahman
Copyright © 2024. Powered by Intellect Software Ltd