বাংলাদেশে একটি সাড়ে তেরো শ বছর আগের মসজিদের ইতিহাস
উপমহাদেশের সর্ব প্রথম মসজিদ হিজরি ৬৯ সনে (৬৯০ খ্রিস্টাব্দে) বাংলাদেশের লালমনিরহাটে প্রতিষ্ঠিত হয়।
১৯৮৬ সালে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামে গভীর জংগল পরিস্কার ও মাটি কাটার সময় বিশেষ আকৃতির বড় বড় কিছু ইট পাওয়া যায়, যাতে লিখা, লা- ইলাহা ইলাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ), ৬৯ হিজরি। এবং কিছু ইটের মধ্যে খোদাই করা ফুলের ছবি। পরবর্তীতে স্থানীয়রা খনন কাজ করে প্রচুর পুরনো ইট ও মাটির নিচে ঐতিহাসিক এই মসজিদের ধ্বংসাবশেষ উদ্ধার করেন। ইসলামিক গবেষক ও ঐতিহাসিক গন উদ্ধারকৃত বস্তু ও আনুসাঙ্গিক স্থাপনা দেখে নিশ্চিত হন যে, এটি অতি পুরনো একটি মসজিদের ধ্বংসাবশেষ যা ৬৯ হিজরিতে প্রতিষ্ঠিত হয়েছিলো।
যে শিলালিপির আলোকে হারানো মসজিদকে ৬৯ হিজরীর বলা হচ্ছে, সেই শিলালিপি এখন নানা হাত ঘুরে রংপুরের তাজহাট জমিদারবাড়ির জাদুঘরে সংরক্ষিত আছে। শিলালিপিটি রামদাসবাসীর কাছ থেকে নিয়ে যান কুড়িগ্রামের একজন সাংবাদিক। তাঁর কাছ থেকে পরবর্তী সময়ে সংগ্রহ করে সংরক্ষণের জন্য রাখা হয় তাজহাট জমিদারবাড়ি জাদুঘরে।
মসজিদ স্থানটিতে বর্তমানে একটি মসজিদ, মাদ্রাসা ও লাইব্রেরি করা হয়েছে।
Comments 0