1. Question: পন্যের ক্রয়মূল্য নির্ধারনের জন্য প্রয়োজন হলো- ১. পন্যের ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ ২. গুদাম পর্যন্ত পৌছানোর যাবতীয় ব্যয় ৩. পরোক্ষ খরচ সমূহ নিচের কোনটি সঠিক

    A
    ১ ও ২

    B
    ১ ও ৩

    C
    ২ ও ৩

    D
    ১, ২ ও ৩

    Note: Not available
    1. Report
  2. Question: ক্রেতার দোকান বা গুদামে পৌছানো পর্যন্ত যে সমস্ত খরচ সংগিঠিত হয় তাকে কী বলে ?

    A
    পন্যের পরোক্ষ খরচ

    B
    অন্যন্য খরচ

    C
    প্রত্যক্ষ খরচ

    D
    মোট খরচ

    Note: Not available
    1. Report
  3. Question: প্রত্যক্ষ খরচের অন্তর্ভূক্ত হলো - i. আমদানি খরচ ii. জ্বালানী খরচ iii. দপ্তর খরচ নিচের কোনট সঠিক ?

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  4. Question: পন্যের প্রত্যক্ষ খরচ হলো - i.পন্যের আরোপনযোগ্য খরচ ii. স্থাপত্য নঁকশা প্রণয়ন খরচ iii. চুক্তির ঠিকা কার্যর ভ্রমন ব্যয় নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    i ii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  5. Question: নিচের কোনটি ক্রয়কৃত পণ্যের দামের সাথে যোগ করা ?

    A
    কমিশন

    B
    বেতন

    C
    ভাড়া

    D
    কুলি খরচ

    Note: Not available
    1. Report
  6. Question: পণ্যের ক্রয়মল্য নির্নয়ে যোগ হয় - i. বিশেষ প্যাকিং খরচ ii. কারবারি বাট্রা iii. বিমা খরচ নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  7. Question: ক্রয়মূল্যের সাথে ব্যবসায়ের অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করলে কী পাওয়া যায় ?

    A
    প্রত্যক্ষ খরচ

    B
    নিট মুনাফা

    C
    মোট ব্যয়

    D
    মোট ক্রয়মূল্য

    Note: Not available
    1. Report
  8. Question: পণ্যের দাম এবং পণ্যের বিক্রয় স্থান পর্যন্ত পৌছানোর যাবতীয় খরচের সমষ্টিকে কী বলে ?

    A
    ক্রয়মূল্য

    B
    বিক্রিত পণ্যের ব্যয়

    C
    বিক্রয়মূল্য

    D
    মোট ব্যয়

    Note: Not available
    1. Report
  9. Question: ক্রয়মূল্য বলতে কী বুঝায় ?

    A
    পন্যের দাম বা অর্জন মূল্য

    B
    পণ্যের দাম ও পন্য কিনে বিক্রয় উপযোগী করা পর্যন্ত যাবতীয় খরচের সমষ্টি

    C
    পন্য ক্রয়ে ব্যয়িত অর্থ

    D
    পণ্যের দাম ও মজুরির যোগফল

    Note: Not available
    1. Report
  10. Question: পন্যের ক্রয়মল্যের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ খরচসমূহ যোগ করলে কী পাওয়া যায় ?

    A
    মোট বিক্রয়মূল্য

    B
    নিট মুনাফা

    C
    মোট ব্যয়

    D
    প্রত্যক্ষ খরচ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd