1. Question: ক্রয়কৃত পণ্যের দামের সাথে কোন খরছ যোগ করলে ক্রয়মুল্য পাওয়া যায় ?

    A
    প্যাকিং খরচ

    B
    প্রত্যক্ষ খরচ

    C
    পরিবহন খরচ

    D
    পরোক্ষ খরচ

    Note: Not available
    1. Report
  2. Question: পণ্য ক্রয়ের সময় পরিশোধিত মূল্যকে কী বলে ?

    A
    মোট মূল্য

    B
    বিক্রিত মূল্য

    C
    বিক্রীত পণ্যের মূল্য

    D
    ক্রয়মূল্য

    Note: Not available
    1. Report
  3. Question: কুমিল্লার একজন ব্যবসায়ী চট্রগাম থেকে প্রতি বান্ডেল ৬,০০০ টাকা দরে ১৫ বান্ডেল টেউটিন ক্রয় করল । বান্ডেল প্রতি ১০ টাকা লঞ্চ ভাড়া, ৫ টাকা ঠেলাগাড়ি ভাড়া এবং ৫ টাকা কুলি খরচ প্রদান করা হলো । ১৫ বান্ডেল টিনের ক্রয়মূল্য কত ?

    A
    ৯০,০০০ টাকা

    B
    ৯০,১৫০ টাকা

    C
    ৯০,২০০ টাকা

    D
    ৯০,৩০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: ক্রেতার দোকান বা গুদামে পৌছানো পর্যন্ত যে সমস্ত খরচ সংগঠিত তাকে কী বলে ?

    A
    পন্যের পরোক্ষ খরচ

    B
    অন্যান্য খরচ

    C
    প্রত্যক্ষ্য খরচ

    D
    মোট খরচ

    Note: Not available
    1. Report
  5. Question: প্রত্যক্ষ খরচ হলো - i. বিশেষ প্যাকিং খরচ ii. ডক চার্জ খরচ iii. পণ্যের বিমা খরচ ? নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  6. Question: ব্যাগ প্রতি মোট ব্যয় কত ?

    A
    ২৫০,০০ টাকা

    B
    ২৬০,০০ টাকা

    C
    ২৬২,০০ টাকা

    D
    ২৬৫,০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: পণ্যের বিক্রয়মূল্য হতে মোট মুনাফা বাদ দিলে তাকে বলা হয় -

    A
    বিক্রীত পণ্যের মূল্য

    B
    বিক্রীত পণ্যের উৎপাদন ব্যয়

    C
    বিক্রীত পণ্যের পরিবহন খরচ

    D
    কোনোটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোনটি পরেক্ষ খরচ ?

    A
    আমদানি শুষ্ক

    B
    বহিঃপরিবহন খরচ

    C
    রেল ভাড়া

    D
    পণ্যের বিমা খরচ

    Note: Not available
    1. Report
  9. Question: ক্রয়কৃত পন্যকে উপযোগী করতে কোন খরচ সংগঠিত হয় ?

    A
    প্রত্যক্ষ খরচ

    B
    পরোক্ষ খরচ

    C
    মুনাফা খরচ

    D
    উৎপাদন খরচ

    Note: Not available
    1. Report
  10. Question: পরোক্ষ খরচ হলো - i. মজুরি ও শুষ্ক ii. বেতন ও ভাড়া iii. কমিশন ও নমুনা বিতরণ নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd