আমাদের বাংলাদেশ : ইংরেজ শাসন
 
  1. Question: ক তাঁর দেশের শেষ স্বাধীন নবাব । ক এর সাথে নিচের কোন নবাবের সাদৃশ্য রযেছে ?

    A
    নবাব মীর জাফর

    B
    নবাব সিরাজ উদ- দৌলা

    C
    নবাব মীর কাসেম

    D
    নবাব আলীবর্দী খাঁ

    Note: Not available
    1. Report
  2. Question: খালা গষেটি বেগম ও অন্যান্যদের ষড়যন্ত্রে নবাবের সাথে পলাশীতে একটি যুদ্ধ অনুষ্ঠিত হয় । এটি কখন হয় ?

    A
    ১৭৫৬ সালের ২৩ এ জুন

    B
    ১৭৬০ সালের ২৩ এ জুন

    C
    ১৭৬৪ সালের ২৩ এ জুন

    D
    ১৭৬৫ সালের ২৬ এ জুন

    Note: Not available
    1. Report
  3. Question: নবাবকে হত্যার মাধ্যমেই বাংলায় ইংরেজদের দীর্ঘদিনের শাসন প্রতিষ্ঠিত হয় । এই শাসন কত বছর স্থায়ী ছিল ?

    A
    ১০০

    B
    ২০০

    C
    ৩০০

    D
    ৪০০

    Note: Not available
    1. Report
  4. Question: উপমহাদেশে ক দেশ বানিজ্য পরিচালনার জন্য ১৬০০ সালে একটি কোম্পানী প্রতিষ্ঠা করে । ক দ্বারা কোন দেশকে বুঝানো হয়েছে ?

    A
    ফ্রান্স

    B
    ব্রিটেন

    C
    পর্তুগাল

    D
    জাপান

    Note: Not available
    1. Report
  5. Question: কোম্পানির শাসনের সময়ে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল । দুর্ভিক্ষটি কোন সালে হয়েছিল ।

    A
    ১৯৭০

    B
    ১৯৭১

    C
    ১৯৭২

    D
    ১৯৭৩

    Note: Not available
    1. Report
  6. Question: ১৮৫৭ সালে এক বিদ্রোহ সংঘটিত হয়েছিল । বিদ্রোটির নাম কী ?

    A
    সিপাহি বিদ্রোহ

    B
    সশস্ত্র যুব বিদ্রোহ

    C
    ফকির শন্যাসী বিদ্রোহ

    D
    বারাসাত বিদ্রোহ

    Note: Not available
    1. Report
  7. Question: ইংরেজ শাসন আমলে রাজা রামমোহন রায় নামেে একজন বিখ্যাত ব্যাক্তি ছিলেন । তিনি কোনটির সাথে জড়িত ছিলেন ?

    A
    বাংলার নবজাগরন

    B
    পলাশীর যুদ্ধ

    C
    বক্রারের যুদ্ধ

    D
    ভঙ্গভঙ্গ রদ

    Note: Not available
    1. Report
  8. Question: ক নামক কোম্পানির শাসন যা বাংলায় একশ বছর চলে । এ কোম্পানীর শাসনকাল কত ?

    A
    ১৭৫৭-১৮৫৭

    B
    ১৭৬৫-১৮৬৫

    C
    ১৭৮৫-১৮৮৫

    D
    ১৮৬৫-১৯৬৫

    Note: Not available
    1. Report
  9. Question: কোম্পানীর শাসন রদ করে ব্রিটিশ সরকার ভারতবর্ষের শাসনভার গ্রহন করেছিলেন ?

    A
    ব্যাবসা প্রসারের জন্য

    B
    শিক্ষা প্রসারের জন্য

    C
    শাসন সুদৃঢ় করার জন্য

    D
    অর্থনৈতিক উন্নয়নের জন্য

    Note: Not available
    1. Report
  10. Question: প্রথম ব্রিটিশ বিরোধি স্বাধীনতা সংগ্রাম হলো সিপাহি বিদ্রোহ । এ বিদ্রোহের সাথে নিচের কোন ব্যাক্তিটির নাম জড়িত ?

    A
    দুদু মিয়া

    B
    মঙ্গল পান্ডে

    C
    ক্ষুদিরাম

    D
    তিতুমীর

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd