আমাদের বাংলাদেশ : ইংরেজ শাসন
 
  1. Question: ব্রিটিশ শাসন আমলে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে একজন গড়ে তুুলেছিলেন বাঁশের কেল্লা । উক্ত ব্যক্তিটি কে ?

    A
    দুদু মিয়া

    B
    মঙ্গল পান্ডে

    C
    হাজী শরীয়ত উল্লা

    D
    তিতুমীর

    Note: Not available
    1. Report
  2. Question: ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য নির্মান করা হয় বাঁশের কেল্লা । এটি কোথায় অবস্থিত ?

    A
    নারকেল বাড়িয়ায়

    B
    ত্রিপুরায়

    C
    চাঁদপুরে

    D
    ব্যারাকপুরে

    Note: Not available
    1. Report
  3. Question: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে তিতুমীর একটি দুর্গ তৈরী করেছিলেন । এই দুর্গের মুল উপাদান কী ছিল ?

    A
    ইট

    B
    পাথর

    C
    কাঠ

    D
    বাঁশ

    Note: Not available
    1. Report
  4. Question: কোম্পানীর বিরুদ্ধে সংঘটিত এক বিদ্রোহ প্রায় ১,০০.০০০ ভারতীয় মারা যায় । এখানে কোন বিদ্রোহের কথা বলা হয়েছে ।

    A
    সিপাহি বিদ্রোহ

    B
    সাঁওতাল বিদ্রোহ

    C
    বারাসত বিদ্রোহ

    D
    ফকির - সন্নাসী বিদ্রোহ

    Note: Not available
    1. Report
  5. Question: ভারতবর্ষের জনগন ব্রিটিশ শাসনের বিরোধিতা করার প্র্রধান কারন কোনটি ?

    A
    তারা স্বাধীনতা অর্জন করতে চেয়েছিল বলে

    B
    ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধে হেরে গিয়েছিল বলে

    C
    ব্রিটিশরা ভাল করে শাসন পরিচালনা করতে পারেনি বলে

    D
    ভারতবর্ষের জনগন ব্রিটিশ শোষন মেনে নিতে চায়নি বলে

    Note: Not available
    1. Report
  6. Question: ব্রিটিশ শাসন আমলে ভারতে জাতীয় চেতনার বিস্তার লাভ থাকে । এটা রুখতে ব্রিটিশরা কোন ব্যবস্থা গ্রহন করে ?

    A
    ভঙ্গভঙ্গ

    B
    চিরস্হায়ী বন্দোবস্থ

    C
    ভাগ কর শাসন কর নিতি

    D
    দশসালা বন্দোবস্ত

    Note: Not available
    1. Report
  7. Question: ব্রিটিশরা বাংলা প্রদেশকে ১৯০৫ সালে একাধিক ভাগে ভাগ করে । একে কী বলে ?

    A
    বঙ্গবঙ্গ

    B
    ভারত বিভক্তি

    C
    নতুন প্রদেশ সৃষ্টি

    D
    বঙ্গ প্রদেশ

    Note: Not available
    1. Report
  8. Question: বাংলা প্রদেশকে ভিবক্তি করলে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে । এর ফলে কোনটা গড়ে ওঠে ?

    A
    বঙ্গবঙ্গ

    B
    বঙ্গবঙ্গ রদ

    C
    স্বরাজ দল

    D
    গোল টেবিল বৈঠক

    Note: Not available
    1. Report
  9. Question: ১৯৪৭ সালে ইংরেজরা ভারত ছেড়ে চলে যাওয়ায় জন্ম হয় দুটি রাষ্ট । এগুলো কী কী ?

    A
    ভারত ও নেপাল

    B
    ভারত ও বাংলাদেশ

    C
    ভারত ও পাকিস্তান

    D
    ভারত ও ভূটান

    Note: Not available
    1. Report
  10. Question: বাংলায় ইংরেজদের আগমনের প্রধান উদ্দেশ্য কী ছিল ?

    A
    যুদ্ধের জন্য

    B
    ব্যাবসার জন্য

    C
    শাসনের জন্য

    D
    স্থানান্তরের জন্য

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd