গনতান্ত্রিক মনোভাব
 
  1. Question: রিয়াজদের বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে । উক্ত অনুষ্ঠানটি সুষ্ঠভাবে করার উপায় কী ?

    A
    শ্রেনীনেতার উপর সব দায়িত্ব চাপিয়ে দেওয়া

    B
    অধিকাংশের মত নেওয়া এবং পরস্পরকে সাহায্য করা

    C
    সব দায়িত্ব শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া

    D
    ভালো ছাত্রের উপর সব দায়িত্ব চাপিয়ে দেওয়া

    Note: Not available
    1. Report
  2. Question: শিমুল শ্রেনীকক্ষের পরিস্কার পরিছন্নতা সাজানো ইত্যাদি বিষয়ে সহপাঠীদের সাথে আলোচনায় সিদ্ধান্ত নেয় । এটি কীসের সাথে মিল আছে ?

    A
    সামাজিক মনোভাব

    B
    গনতান্ত্রীক মনোভাব

    C
    নেতৃত্বের মনোভাব

    D
    উদার মনোভাব

    Note: Not available
    1. Report
  3. Question: তোমার বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে । শ্রেনীনেতা হিসেবে তুমি কী করবে ?

    A
    সকলের মতামত নিয়ে কাজ করব

    B
    নিজের সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেব

    C
    কারো মতামত নিব না

    D
    নিজের প্রিয় বন্দুদের মতামত নেব

    Note: Not available
    1. Report
  4. Question: মিসেস রাজিয়া যে কোন কাজে নিজের সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেন । তার আচরণ কোন গুনটি অনুপস্তিত ?

    A
    সচেতন মনোভাব

    B
    কর্তৃত্বের মনোভাব

    C
    গনতান্ত্রিক মনোভাব

    D
    নেতুত্বের মনোভাব

    Note: Not available
    1. Report
  5. Question: তোমাদের শ্রেনী শিক্ষক ক্লাস রুম পরিস্কার পরিছন্ন করার নির্দেশ দিলেন । শ্রেনীনেতা হিসেবে তোমার দায়িত্ব কি হবে ?

    A
    একাই সব কাজ করবে

    B
    সবার মতামত নিয়ে কাজ করবে

    C
    অন্যদের দিয়ে কাজ করাবে

    D
    নিজের সিদ্ধান্ত অন্যদের উপর চাপিয়ে দেবে

    Note: Not available
    1. Report
  6. Question: শ্রেনীনেতা সিফাত যে কোন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রেনীর সকলের মতামত গ্রহন করে । সিফাতের আচরণে কোনটি পরিলক্ষিত হয় ?

    A
    গনতান্ত্রিক মনোভাব

    B
    সামাজিক মনোভাব

    C
    নেতৃত্বের মনোভাব

    D
    সচেতন মনোভাব

    Note: Not available
    1. Report
  7. Question: তোমাদের বিদ্যালয়ে একটি নতুন পাঠাগার নির্মাণ করা হয়েছে । সেখানে বই নির্বাচনের ক্ষেত্রে কী করা উচিত ?

    A
    শিক্ষকদের মতামত গ্রহণ

    B
    সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত গ্রহণ

    C
    প্রধান শিক্ষক নিজেই সিদ্ধান্ত নিবেন

    D
    মেধাবী শিক্ষার্থীদের প্রতি গুরুত্ব প্রধান

    Note: Not available
    1. Report
  8. Question: তোমাদের বিদ্যালয়ে একটি নতুন পাঠাগার নির্মাণ করা হয়েছে । সেখানে বই নির্বাচনের ক্ষেত্রে কী করা উচিত ?

    A
    শিক্ষকদের মতামত গ্রহণ

    B
    সকল শিক্ষার্থী ও শিক্ষকদের মতামত গ্রহণ

    C
    প্রধান শিক্ষক নিজেই সিদ্ধান্ত নেবেন

    D
    মেধাবী শিক্ষার্থীর প্রতি গুরুত্ব প্রধান

    Note: Not available
    1. Report
  9. Question: রাফিয়া প্রতিদিন বিকালে বিদ্রালয়ের মাঠে খেলতে যায় । খেলার ক্যাপ্টেন নির্বাচনের ক্ষেত্রে তাদের মনোভাব কীরুপ হওয়া উচিত ?

    A
    গনতান্ত্রিক

    B
    স্বৈরতান্ত্রিক

    C
    ভিন্নমত

    D
    ‍সিদ্ধান্তহীন

    Note: Not available
    1. Report
  10. Question: রুহুলদের এলাকায় আসন্ন পৌরসভা নির্বাচনে সব রাজনৈতিক দল গুলো অংশ নেয় । এর ফলে কোনটি প্রতিষ্ঠা হয়েছে ?

    A
    গনতন্ত্র

    B
    রাজতন্ত্র

    C
    একনায়কতন্ত্র

    D
    স্বৈরতন্ত্র

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd