গনতান্ত্রিক মনোভাব
 
  1. Question: বিদ্যালয়ে শিক্ষার্থীরা সবাই মিলে ঠিক করে বাগানে কী কী গাছ লাগানো হবে । এতে শিক্ষার্থীদের মধ্যে কোন ধরনের আচরণ প্রকাশ পেয়েছে ?

    A
    সেচ্ছাচারিতা

    B
    উদারতা

    C
    গনতান্ত্রিক

    D
    স্বৈরচারিতা

    Note: Not available
    1. Report
  2. Question: বিজয় দিবসে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা কে কোন প্রতিযোগিতায় অংশ নিবে তা সবাই মিলে সিদ্ধান্ত নেয় । এতে শিক্ষার্থীদের কোন বৈশিষ্ঠ লক্ষ করা যায় ?

    A
    গনতান্ত্রিক মনোভাব

    B
    রাজনৈতিক মনোভাব

    C
    কৃতৃত্বের মনোভাব

    D
    সচেতন মনোভাব

    Note: Not available
    1. Report
  3. Question: দেশকে উওম গনতান্ত্রিক রাষ্টে পরিনত করার জন্য সব জায়গায় গনতন্ত্রের চেষ্টা করতে হবে । এর ফলে কোনটি ঘটবে ?

    A
    সমাজের উন্নয়ন

    B
    ব্যাক্তির উন্নয়ন

    C
    বিদ্রালয়ের উন্নয়ন

    D
    রাস্তা ঘাটের উন্নয়ন

    Note: Not available
    1. Report
  4. Question: রিপা স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে যোগ্য প্রতিনিধি বাছাই এ অংশ নেয় । এতে তার কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে ?

    A
    সমাজতান্ত্রিক

    B
    গনতান্ত্রিক

    C
    রাজনৈতিক

    D
    রাজতান্ত্রিক

    Note: Not available
    1. Report
  5. Question: শ্রেনীকক্ষে শিক্ষক কী পড়াবেন এ বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেন । এই মতামত তার কোনটি সাহায্য করে ?

    A
    সঠিক সিদ্ধান্ত নিতে

    B
    দায়িত্ব চাটিয়ে দিতে

    C
    পরিবেশ সুন্দর রাখবে

    D
    সবাইকে পড়ায় মনোযোগি করতে

    Note: Not available
    1. Report
  6. Question: প্রধান শিক্ষকের নির্দেশে কোন খেলার আয়োজন হবে জানতে চাইলে শিক্ষার্থীদের মতের বৃওিতে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেয় । এতে কী ধরনের মনোভাব প্রকাশ পায় ?

    A
    একনায়কতান্ত্রিক

    B
    গনতান্ত্রিক

    C
    সমাজতান্ত্রিক

    D
    রাজনৈতিক

    Note: Not available
    1. Report
  7. Question: পরিবার গনতন্ত্র চর্চার উৎকৃষ্ট স্থান । আমরা পরিবারে গনতন্ত্র চর্চা করতে পারি ।

    A
    পরিবারে কথা না শুনে

    B
    নিজের মতামত চাপিয়ে দিয়ে

    C
    পরিবারের মতামতকে গুরুত্ব দিয়ে

    D
    পরিবারের সাথে ঝগড়া না করে

    Note: Not available
    1. Report
  8. Question: ফিরোজ সাহেব তার পরিবারের যে কোন সিদ্ধান্ত সকল সদস্যের মতামত গ্রহণ করেন । তার আচরণে নিচের কোন বৈশিষ্ট ফুটে উঠেছে ?

    A
    আদর্শ মনোভাবের

    B
    গনতান্ত্রিক মনোভাবের

    C
    সচেতন মনোভাবের

    D
    স্বৈরতান্ত্রিক মনোভাবের

    Note: Not available
    1. Report
  9. Question: ক নামক রাষ্ট নাগরিকদের নির্বাচন পক্রিয়ার অংশ গ্রহণের সুযোগ দেয় । ক রাষ্ট কোন ধরণের রাষ্ট ?

    A
    সমাজতান্ত্রিক রাষ্ট

    B
    একনায়কতান্ত্রিক রাষ্ট

    C
    গনতান্ত্রিক রাষ্ট

    D
    রাজতান্ত্রিক রাষ্ট

    Note: Not available
    1. Report
  10. Question: মা সবার পছন্দের কথা মাথায় রেখে খাবার রান্না করেন । এতে মায়ের আচরণে কোনটি প্রকাশ পেয়েছে ?

    A
    গনতান্ত্রিক মনোভাব

    B
    স্বৈরতান্ত্রিক মনোভাব

    C
    নেতৃত্বের মনোভাব

    D
    সামাজিক মনোভাব

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd