বাংলাদেশ ও বহির্বিশ্ব
 
  1. Question: বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষে একটি সংঘ গঠিত হয় । যার সদস্য সংখ্যা ১৯৩ জন । এর নাম কী ?

    A
    জাতিসংঘ

    B
    জাতপুঞ্জি

    C
    ইউনেস্কো

    D
    ইউএনডিপি

    Note: Not available
    1. Report
  2. Question: প্রতিবছর ২৪এ অক্টোবর একটি দিবস পালন করা হয় । এটি কোন দিবস ?

    A
    মানবাধিকার দিবস

    B
    পরিবেশ দিবস

    C
    বিজয় দিবস

    D
    জাতিসংঘ দিবস

    Note: Not available
    1. Report
  3. Question: ক নামক একটি সংস্থা শিশুদের উন্নয়নে কাজ করে থাকে । এখানে কোন সংস্থার কথা বলা হয়েছে ?

    A
    জাতিসংঘ

    B
    সার্ক

    C
    ইউনিসেফ

    D
    ইউনেস্কো

    Note: Not available
    1. Report
  4. Question: জাতিসংঘের একটি সংস্থা শিুশুদের প্রাথমিক শিক্ষায় ও বিভিন্ন প্রতিষেধক টিকা দানে সহায়তা করে । এ সংস্থার নাম কী ।

    A
    ইউএনডিপি

    B
    বিশ্বব্যাংক

    C
    ইউনেস্কো

    D
    ইউনিসেফ

    Note: Not available
    1. Report
  5. Question: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে একটি র‌্যালির আয়োজন করা হয় । দিবসটি জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে পালিত হয়েছে ?

    A
    ইউনিসেফ

    B
    খাদ্য ও কৃষি সংস্থা

    C
    বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    D
    ইউনেস্কো

    Note: Not available
    1. Report
  6. Question: জাতিসংঘের একটি অঙ্গ সংস্থার উদ্যেগে ভাষা শহিদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে । সংস্থাটির নাম কী ?

    A
    ইউনিসেফ

    B
    ইউনেস্কো

    C
    ইউএনডিপি

    D
    ইউনিফেম

    Note: Not available
    1. Report
  7. Question: বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হলে জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা খাদ্য সরবারহ করে । সংস্থাটির নাম কী ?

    A
    ইউনিসেফ

    B
    খাদ্য ও কৃষি সংস্থা

    C
    ইউনেস্কো

    D
    ইউএনডিপি

    Note: Not available
    1. Report
  8. Question: বাংলাদেশ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য রক্ষায় একটি আন্তর্জাতিক সংস্থা কাজ করে । এই সংস্থার সদর দপ্তর কোথায় ?

    A
    নিউইয়র্ক

    B
    হেগ

    C
    ওয়াশিংটন

    D
    ইউনেস্কো

    Note: Not available
    1. Report
  9. Question: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয়তা সম্পর্কে একটি দিবস পালস করে । এটি কোন তারিখে পালন করা হয় ।

    A
    ৭ই মে

    B
    ৭ই এপ্রিল

    C
    ৮ই জুন

    D
    ১৪ই ফেব্রুয়ারী

    Note: Not available
    1. Report
  10. Question: ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য হয় । আফগানিস্তান সার্কের কততম সদস্য ?

    A
    ৭ম

    B
    ৮ম

    C
    ৯ম

    D
    ১০ম

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd