বাংলাদেশ ও বহির্বিশ্ব
 
  1. Question: দক্ষিন এশিয়ার দেশগুলো পারস্পারিক ভাতৃত্ব সৃষ্টির লক্ষে একটি সংস্থা গঠন করে । সংখ্যাটি কোন সালে গঠিত হয় ?

    A
    ১৯৭৪

    B
    ১৯৮২

    C
    ১৯৮৫

    D
    ১৯৮৮

    Note: Not available
    1. Report
  2. Question: একটি আঞ্চলিক সংস্থার অন্যতম লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে ভাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলে মিশে চলা । সংস্থাটির নাম কী ?

    A
    ওআইসি

    B
    সার্ক

    C
    ন্যাম

    D
    আসিয়ান

    Note: Not available
    1. Report
  3. Question: দক্ষিন এশিযার আঞ্চলিক সহযোগিতায় একটি সংস্থা কাজ করে যাচ্ছে । এর সদস্য সংখ্যা ৮ । এটি কোন সংস্থা ?

    A
    জাতিসংঘ

    B
    সার্ক

    C
    সাফ

    D
    জাতিপুঞ্জ

    Note: Not available
    1. Report
  4. Question: নেপাল ও ভারত সার্কের সদস্য । এতে দুইটি দেশের ক্ষেত্রে কোনটি ঘটবে ?

    A
    ভ্রাতৃত্ব সৃষ্টি

    B
    ঝগড়া সৃষ্টি

    C
    দ্বন্ধ সৃষ্টি

    D
    মত বিরোধ সৃষ্টি ।

    Note: Not available
    1. Report
  5. Question: বিশ্বে এ পর্যন্ত কয়টি বিশ্বযুদ্ধ হয়েছে ?

    A
    ১টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৪টি

    Note: Not available
    1. Report
  6. Question: পৃথিবীতে বাংলাদেশ সহ মোট কয়টি দেশ আছে ?

    A
    ১৯৫টি

    B
    ১৯৭টি

    C
    ২০০টি

    D
    ২০০২টি

    Note: Not available
    1. Report
  7. Question: জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী ?

    A
    বান কি মুন

    B
    রবার্ট পিয়ারো দ্যা কুবার্তা

    C
    কফি আনান

    D
    কুট ওয়াল্ড হেইম

    Note: Not available
    1. Report
  8. Question: বাংলাদেশ কত বার নিরাপওা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে ?

    A
    একবার

    B
    দুইবার

    C
    তিনবার

    D
    চারবার

    Note: Not available
    1. Report
  9. Question: জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

    A
    নিউইয়র্ক

    B
    রোম

    C
    বার্লিন

    D
    ওয়াশিংটন

    Note: Not available
    1. Report
  10. Question: জাতির সংঘের কোন শাখা প্রশাসনিক কাজ করে ?

    A
    সাধারণ পরিষদ

    B
    অছি পরিষদ

    C
    জাতিসংঘ সচিবলায়

    D
    নিরাপওা পরিষদ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd