Question:ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। সুয্যি বাগে সুয্যি মামা কুসুম আলসে (ক) .......... জাগার আগে আমি জেগে উঠবো। (খ) .......... পুব দিকে ওঠে। (গ) আমার বোনটি .......... নয়। (ঘ) বনে .......... ফোটে। (ঙ) গোলাপ .......... গোলাপ ফুটেছে।
+ Answer(ক) সুয্যি মামা জাগার আগে আমি জেগে উঠবো। (খ) সুয্যি পুব দিকে ওঠে। (গ) আমার বোনটি আলসে নয়। (ঘ) বনে কুসুম ফোটে। (ঙ) গোলাপ বাগে গোলাপ ফুটেছে।,
+ Report