পাছে লোকে কিছু বলে - কবিতা
 
  1. Question: কবি কামিনী রায় কোথায় অধ্যাপনা করেন?

    A
    কলকাতা বিশ্ববিদ্যালয়ে

    B
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে

    C
    বেথুন কলেজে

    D
    বি. এম. কলেজে

    Note: Not available
    1. Report
  2. Question: কীসে ব্যথা প্রশমিত করতে পারে?

    A
    অর্থে

    B
    মুচকি হাসিতে

    C
    স্নেহের কথায়

    D
    বিনোদনে

    Note: Not available
    1. Report
  3. Question: কামিনী রায় বেথুন কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন ১৮৬৮ সালে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: ১৮৮৬ সালে।
    1. Report
  4. Question: কামিনী রায় আমাদের অন্তরের চিস্তগুলোকে কীসের সাথে তুলনা করেছেন?

    A
    কুয়াশার সাথে

    B
    বৃষ্টির সাথে

    C
    তারার সাথে

    D
    বুদবুদের সাথে

    Note: Not available
    1. Report
  5. Question: ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার রচয়িতা সুকান্ত রায়।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: কামিনী রায়।
    1. Report
  6. Question: ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠ করে শিক্ষার্থীর মন থেকে কী দূর হবে?

    A
    আনন্দ

    B
    বেদনা

    C
    সংকোচ

    D
    উপেক্ষা

    Note: Not available
    1. Report
  7. Question: ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার প্রথম লাইন কোনটি?

    A
    আড়ালে আড়ালে থাকি

    B
    পাছে লোকে কিছু বলে

    C
    নীরবে আপনা ঢাকি

    D
    করিতে পারি না কাজ

    Note: Not available
    1. Report
  8. Question: কামিনী রায়ের মতে আমাদের সংকল্প কেন ভেস্তে যায়?

    A
    ভয়ের কারণে

    B
    লজ্জার কারণে

    C
    সংশয়ের কারণে

    D
    সাহসের কারণে

    Note: Not available
    1. Report
  9. Question: কামিনী রায়ের মতে আমরা সর্বদা কেমন থাকি?

    A
    দৃঢ়চিত্তে

    B
    বোকার মতো

    C
    সাহসী বীরের মতো

    D
    ম্রিয়মাণ

    Note: Not available
    1. Report
  10. Question: ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি গুরুত্ব দিয়েছেন, দুঃসাহসিকতার উপর।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: সংকোচহীনতার উপর।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd