পাছে লোকে কিছু বলে - কবিতা
 
  1. Question: আমাদের হৃদয়ের চিন্তাগুলো প্রকাশিত হয় না, অক্ষমাতার কারণে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: সমালোচনার ভয়ে।
    1. Report
  2. Question: হৃদয় থেকে জেগে উঠা ভাবনা হৃদয়েই মিশে ‍যায়, সংশয়ের কারণে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  3. Question: ‘পাছে লোকে কিছু বলে’ বলতে কবি বুঝিয়েছেন, বিদ্রোহাত্মক কথা বলা।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: সমালোচনা।
    1. Report
  4. Question: ছল বলতে কী বোঝায়?

    A
    জ্ঞান

    B
    যুক্তি

    C
    বুদ্ধি

    D
    ওজর

    Note: Not available
    1. Report
  5. Question: লোক লজ্জার ভয় কীসের প্রতিবন্ধক?

    A
    অনৈতিকতার

    B
    জীবনবিকাশের

    C
    মিথ্যাচারের

    D
    জীবননাশের

    Note: Not available
    1. Report
  6. Question: আমাদের শুভ্র চিন্তাগুলো, বুদবুদের মতো মিলিয়ে যায়।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: মিশে যায় হৃদয়ের তলে।
    1. Report
  7. Question: কামিনী রায় কোথায় আমাদের উপেক্ষার ছলে চলে যাওয়ার কথা বলেছেন?

    A
    সাহসী পদক্ষেপ গ্রহণে

    B
    নতুন আবিষ্কার করার ক্ষেত্রে

    C
    দুঃসাহসী ব্যথা প্রশমনে

    D
    দুঃখীদের দুঃখ বাড়ানোর ক্ষেত্রে

    Note: Not available
    1. Report
  8. Question: কখন আমরা একসাথে মিলতে পারি না?

    A
    প্ররোচনায় পড়ে

    B
    বনভোজনে যাওয়ার সময়

    C
    মহৎ উদ্দেশ্য সাধনে

    D
    অন্যের দেখাদেখি

    Note: Not available
    1. Report
  9. Question: আমাদের চরণ সম্মুখে চলে না, যখন সামনে বিপদ দেখি।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: যখন আড়ালে আড়ালে থাকি।
    1. Report
  10. Question: নিচের কোন প্রবাদটিতে পঠিত কবিতার ভাবটি নিহিত?

    A
    গরিবের ঘোড়ারোগ

    B
    সস্তার তিন অবস্থা

    C
    চোরে চোরে মাসতুতো ভাই

    D
    কচুবনের কালাচাঁদ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd