বাংলা ১ম পত্র - অষ্টম শ্রেণি
 
  1. Question: জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু বাংলা ভাষায় ভাষণ ‍দিয়েছিলেন কেন?

    A
    বাংলা তার মাতৃভাষা ছিল বলে

    B
    বাংলা ভাষাকে বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে

    C
    বাংলা ছাড়া তিনি অন্য ভাষা জানতেন না বলে

    D
    ইংরেজি ভাষাকে অপছন্দ করতেন বলে

    Note: Not available
    1. Report
  2. Question: বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ উপাধি দেয়া হয় কেন?

    A
    তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে

    B
    তিনি পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন বলে

    C
    তিনি বাংলাদেশের রাষ্ট্রের স্থাপতি ও বাঙালি জাতিসত্তার পুরােধা বলে

    D
    তিনি যুদ্ধকালীন প্রধান বলে

    Note: Not available
    1. Report
  3. Question: বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে ২ ঘন্টা ব্যাংক খোলা রাখার কথা উল্লেখ করেন কেন?

    A
    যাতে মানুষ ব্যবসায়িক লেনদেন করতে পারে

    B
    যাতে মানুষ মাইনে পত্র নিতে পারে

    C
    যাতে আন্তর্জাতিক ব্যবসার ক্ষতি না হয়

    D
    যাতে মানুষ ঋণ নিতে পারে

    Note: Not available
    1. Report
  4. Question: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কার ঐতিহাসিক ভাষণের সাথে তুলনা করা হয়েছে?

    A
    জর্জ ওয়াশিংটন

    B
    জর্জ বুশ

    C
    রোনাল্ড রিগান

    D
    আব্রাহাম লিংকন

    Note: Not available
    1. Report
  5. Question: ইয়াহিয়া খান ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন?

    A
    ১লা মার্চ

    B
    ৩রা মার্চ

    C
    ৭ই মার্চ

    D
    ২৫শে মার্চ

    Note: Not available
    1. Report
  6. Question: “আমি প্রধানমন্ত্রিত্ব চাই না।” মুজিবের এই দ্ব্যর্থহীন ঘোষণায় কোনটি প্রতীয়মান হয়?

    A
    তিনি রাষ্ট্রপতি হতে চান

    B
    তিনি সামরিক শাসক হতে আগ্রহী

    C
    ক্ষমতার প্রতি তিনি নির্লোভ

    D
    তিনি রাজনীতি ছেড়ে দিতে চান

    Note: Not available
    1. Report
  7. Question: ‘তোমরা আমার ভাই’- বঙ্গবন্ধু এ কথা কাদের উদ্দেশ্যে বলেন?

    A
    সমগ্র জনতার উদ্দেশ্যে

    B
    সরকারী কর্মচারীদের উদ্দেশ্যে

    C
    সেনা সদস্যদের উদ্দেশ্যে

    D
    আওয়ামী লীগের সদস্যদের উদ্দেশ্যে

    Note: Not available
    1. Report
  8. Question: `এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- এ সংগ্রামের স্মৃতি বহন করেছে- i.জাতীয় স্মৃতিসৌধ ii.মুক্তিযুদ্ধ যাদুঘর iii.শহিদ মিনার নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i ও ii ও iii

    Note: Not available
    1. Report
  9. Question: শেখ মুুজিবুর রহমানের অবদান- i. বাংলাদেশের স্থাপতি হিসেবে ii. বাঙালি জাতিসত্তা বিকাশের পুরোধা হিসেবে iii. আওয়ামী লীগের নেতা হিসেবে নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    ii ও iii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  10. Question: ১৯৭০-এর নির্বাচনের পর শাসকগোষ্ঠী লিপ্ত ছিল- i. বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ii. গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে নিচের কোনটি সঠিক ? iii. বাংলাদেশিদের স্বাধীনতা দিতে নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    ii ও iii

    C
    i ও iii

    D
    i ও ii ও iii

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd