বাংলা ১ম পত্র - অষ্টম শ্রেণি
 
  1. Question: শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণটি যে কারণে অনবদ্য ছিল- i আবেগের দিক দিয়ে ii বক্তব্যে দিক দিয়ে iii দিক নির্দেশনায় নিচের কোনটি সঠিক ?

    A
    ii ও ii

    B
    ii ও iii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  2. Question: “আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি।” এ উক্তির কারণ- i রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ii গণতন্ত্র প্রতিষ্ঠা iii স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    ii ও iii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  3. Question: ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব।’ বঙ্গবন্ধুর এ কথা বলার কারণ- i বাংলাদেশ স্বাধীন করার জন্য ii স্বায়ত্তশাসনের জন্য iii বাংলার মানুষকে মুক্ত করার জন্য নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    ii ও iii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  4. Question: ছয় দফার কর্মসূচিকে বাঙালীর মুক্তির সনদ বলা হয়। কেননা- i. এতে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল ii. এর মধ্যে বাঙালীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল iii. এটি বাঙালী জাতীয়তাবাদের বিকাশ ঘটায় নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    ii ও iii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  5. Question: মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতাকামী নেতা। তিনি ভারতের জনসাধারণকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করেন। তাঁর নেতৃত্বে ভারত স্বাধীনতা লাভ করে। উদ্দীপকের মহাত্মা গান্ধীর সাথে সাদৃশ্য রয়েছে-

    A
    তাজ উদ্দীনের

    B
    সৈয়দ নজরুল ইসলামের

    C
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

    D
    এম মনসুর আলীর

    Note: Not available
    1. Report
  6. Question: মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতাকামী নেতা। তিনি ভারতের জনসাধারণকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করেন। তাঁর নেতৃত্বে ভারত স্বাধীনতা লাভ করে। উদ্দীপকের মহাত্মা গান্ধীর মতো বঙ্গবন্ধুর কোন গুনটির জন্য বাংলার মানুষ তাঁকে বিশেষভাবে মনে রাখবে ?

    A
    ন্যায়পরায়ণতার

    B
    সততার

    C
    স্বাধীনতাকামী মানসিকতার

    D
    নির্লোভ মানসিকতার

    Note: Not available
    1. Report
  7. Question: আজ ৭ই মার্চ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধূর ঐতিহাসিক ভাষণদানের দিন। ১৯৭০ সালের সাধারণ নির্বচনে শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে সাথে নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে স্বাধীনতা আন্দোলনের আহবান সংবলিত ঐতিহাসিক ভাষণ দেন। ১৯৭০- এর নির্বচনের ফলে-

    A
    আওয়ামী লীগ ক্ষমতায় আসে

    B
    আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে

    C
    পাকিস্তানিরা বাঙালিদের কাছে শাসনভার ন্যস্ত করে

    D
    জরুরি অবস্থা জারি হয়

    Note: Not available
    1. Report
  8. Question: আজ ৭ই মার্চ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধূর ঐতিহাসিক ভাষণদানের দিন। ১৯৭০ সালের সাধারণ নির্বচনে শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে সাথে নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে স্বাধীনতা আন্দোলনের আহবান সংবলিত ঐতিহাসিক ভাষণ দেন। ৭ই মার্চের ভাষণ ছিল- i. স্বাধীনতা আন্দোলনের আহবান সংবলিত ii. অ্যাসেম্বলিতে না বসার আহবান সংবলিত iii. সংগ্রাম পরিষদ গড়ে তোলার আহবান সংবলিত

    A
    i

    B
    i ও ii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  9. Question: মায়ানমারে গনতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় যার নাম চিরস্বরণীয় হয়ে থাকবে তিনি হলেন অং সান সূচি। এর জন্য তাঁকে দীর্ঘদিন কারাবাস করতে হয়েছ। তবুও তিনি গনতন্ত্র প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন। অং সান সূচি ও বঙ্গবন্ধু উভয়ের মধ্যে মিল কোথায় ?

    A
    ক্ষমতা লাভ

    B
    দেশপ্রেম

    C
    সেচ্ছায় কারাবরণ

    D
    দেশ ত্যাগ

    Note: Not available
    1. Report
  10. Question: মায়ানমারে গনতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় যার নাম চিরস্বরণীয় হয়ে থাকবে তিনি হলেন অং সান সূচি। এর জন্য তাঁকে দীর্ঘদিন কারাবাস করতে হয়েছ। তবুও তিনি গনতন্ত্র প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন। অং সান সূচি ও বঙ্গবন্ধুর প্রত্যাশা ছিল- i. দেশের মানুষের মুক্তি ii. গণতন্ত্র প্রতিষ্ঠা iii. একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা নিচের কোনটি সঠিক ?

    A
    i

    B
    i ও ii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd