বাংলা ১ম পত্র - অষ্টম শ্রেণি
 
  1. Question: অতন্দ্র নয়নে কী ভরে আসবে?

    A
    নিবিড় আঁধার

    B
    তিমির প্রহর

    C
    আত্মার আনন্দ

    D
    প্রভাত আলো

    Note: Not available
    1. Report
  2. Question: বৃক্ষশাখায় নতুন পাতা গজায় কীভাবে?

    A
    কবি বলেছেন তাই

    B
    কঙ্কনে ছন্দ তান তুলে

    C
    লেলিহান শিখা মেলে

    D
    মাটির মমতারস পেয়ে

    Note: Not available
    1. Report
  3. Question: কবি অরণ্য কন্যাদের জাগতে বলেছেন, প্রাণহীন মানুষের জন্য?

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: পৃথিবীর জন্য।
    1. Report
  4. Question: মানুষ ভীত, নির্যাতনের ভয়ে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: বিলীন হওয়ার আশঙ্কায়।
    1. Report
  5. Question: ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতা পাঠে শিক্ষার্থীরা সহানুভূতিশীল হবে স্বদেশের।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: প্রকৃতিজগতের।
    1. Report
  6. Question: কবি চারদিকে হাহাকার শোনেন, গাছগাছালি নেই বলে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  7. Question: মাটি কার পানে চায়?

    A
    বৃক্ষের

    B
    আকাশের

    C
    অরণ্যের

    D
    ধরার

    Note: Not available
    1. Report
  8. Question: কবি কী ছড়াতে বলেছেন?

    A
    ধান

    B
    বিদ্যা

    C
    আলো

    D
    বীজ

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ?

    A
    বনফুল

    B
    চক্রবাক

    C
    সাঁঝের মায়া

    D
    বনলতাসেন

    Note: Not available
    1. Report
  10. Question: ‘জাগো তবে অরন্য কন্যারা’ কবিতাটি সুফিয়া কামালের ‘সাঁঝের মায়া’ গ্রন্থ থেকে সংকলিত।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: ‘উদাত্ত পৃথিব ‘ গ্রন্থ থেকে সংকলিত।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd