বাংলা ১ম পত্র - অষ্টম শ্রেণি
 
  1. Question: কবি কেন ব্যথিত হন?

    A
    ফুল-ফল না থাকায়

    B
    মৌসুমি গান শোনায়

    C
    অরন্য-নিধন লক্ষ করে

    D
    বৃক্ষের বহ্নিজ্বালা দেখে

    Note: Not available
    1. Report
  2. Question: কালো হওয়ার আগে পদ্মার জল, স্বচ্ছ হয়ে যায়।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: সোনা হয়ে জ্বলে।
    1. Report
  3. Question: কানাই এর দৃষ্টিতে পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে, নদীর বুকে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: আকাশে।
    1. Report
  4. Question: সন্ধ্যা হলো বলে কানাই মাঝিকে বলেছিলেন, নৌকা তীরে ভিড়াতে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: পাল নামাতে।
    1. Report
  5. Question: ছোট পাখি আরও ছোট হয়ে যায়, দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: উড়তে উড়তে দূরে চলে যায় বলে।
    1. Report
  6. Question: মাঝির গানে জলের শব্দ কেমন করে তাল দেয়?

    A
    টপটপ

    B
    ছলছল

    C
    ঝুপঝুপ

    D
    কুলকুল

    Note: Not available
    1. Report
  7. Question: পাখি কেমন করে উড়ে চলে যায়?

    A
    সারিবদ্ধভাবে

    B
    হাওয়ার দুলে দুলে

    C
    ঝাঁকে ঝাঁকে বেঁকে

    D
    মেঘের ডানায় ভেসে

    Note: Not available
    1. Report
  8. Question: কোথায় চলেছো? এদিকে এসো না!- এখানে কে, কাকে ডাকছে?

    A
    মাঝি, ছোকানুকে

    B
    মাঝি, কানাইকে

    C
    কানাই, মাঝিকে

    D
    ছোকনু, মাঝিকে

    Note: Not available
    1. Report
  9. Question: সূর্য লুকিয়ে যায়, যখন ঘন মেঘ আসে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: সারাদিনের শেষে।
    1. Report
  10. Question: “গান ধরো, মাঝি”- মাঝিরা নৌকা চালানোর সময় সাধারণত কোন ধরনের গান গায়?

    A
    জারি

    B
    সারি

    C
    ভাওয়াইয়া

    D
    ভাটিয়ালি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd