1. Question: অংশীদারীর মূল ভিত্তি কি?

    A
    চুক্তি

    B
    পদমর্যাদা

    C
    পুুঁজি

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  2. Question: অংশীদারী কারবারের আপাতঃদৃষ্টিতে একজন অংশীদার [একে পাওনাদারও বলা হয়]

    A
    কারবার পরিচালনার সক্রিয় থাকে

    B
    কারবার পরিচালনায় অংশ নেয় না

    C
    চুক্তিতে আবদ্ধ হতে পারে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: চুক্তিতে উল্লেখ না থাকলে ঋণের উপর কত সুদ দিতে হয়?

    A
    ৭%

    B
    ৮%

    C
    ৯%

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  4. Question: প্রচলিত নিয়ম অনুযায়ী অংশীদারী চুক্তি-

    A
    লিখিত ও নিবন্ধিত হওয়া বাধ্যতামূরক

    B
    লিখিত কিন্তু নিবন্ধিত বাধ্যতামূলক নয়

    C
    লিখিত প্রয়োজন নেই কিন্তু নিবন্ধন বাধ্যতামুলক

    D
    লিখিত কিংবা নিবন্ধিত বাধ্যতামূলক নয়

    Note: Not available
    1. Report
  5. Question: একটি অংশীদারী কারবার আরেকটি অংশীদারী কারবারের অংশীদার হতে পারে কি?

    A
    হতে পারে

    B
    পারে না

    C
    সদস্যদের অনুমতি নিয়ে পারে

    D
    সরকারের অনুমতি নিয়ে পারে

    Note: Not available
    1. Report
  6. Question: কিভাবে অংশীদারী কারবার বিলোপ সাধন হয়?

    A
    সম্মতিক্রমে বিলোপ সাধন

    B
    আদালত কর্তৃক বিলোপ সাধন

    C
    বাধ্যতামূলক বিলোপসাধন

    D
    সবগুলো

    Note: Not available
    1. Report
  7. Question: বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী অংশীদারী চুক্তি-

    A
    লিখিত ও নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক

    B
    লিখিত হতে হবে কিন্তু নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক নয়

    C
    লিখিত হতে হবে কিন্তু নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক

    D
    লিখিত কিংবা নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক নয়

    Note: Not available
    1. Report
  8. Question: একটি আদর্শ অংশীদারী কারবার নিম্নোক্ত শর্ত পূরণ করবে-

    A
    সকল অংশীদাররা একই এলাকা ও অঞ্চলের হতে হবে

    B
    অংশীদাররা সঠিকনভাবে আয়কর পরিশোধ করবে

    C
    তারা অবশ্যই বিশ্বস্ত লোক হবে

    D
    অংশীদারদের সাধারণ উদ্দেশ্য থাকবে এবং একে অন্যের বিশ্বাস করবে

    Note: Not available
    1. Report
  9. Question: ব্যাংকিং অংশীদারী কারবারের সদ্স্য সংখ্যা সর্বোচ্চ?

    A
    ১০জন

    B
    ২০ জন

    C
    ২২ জন

    D
    ২৫ জন

    Note: Not available
    1. Report
  10. Question: অংশীদার হিসেবে নাবালকের দায় হলো-

    A
    মুনাফা প্রদানের শর্ত

    B
    দায় গ্রহনের শর্ত

    C
    সুনামের শর্ত

    D
    বাড়তি যোগ্যতার শর্তে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd